শাহ আমানত বিমানবন্দরে বিপুল স্বর্ণ জব্দ

গতকাল (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবৈধভাবে রাইস কুকারে লুকিয়ে নিয়ে আসা পৌনে দুই কেজি সোনাসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

তার একদিন ব্যবধানেই একই পন্থায় অবৈধভাবে নিয়ে আসা দুই কেজি স্বর্ণ জব্দ করেছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব সোনার বার উদ্ধার করে।

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, ওমান থেকে আসা একটি ফ্লাইটে মালিকবিহীন ব্যাগেজে স্বাভাবিক স্ক্যানিংয়ে সন্দেহজনক পণ্য থাকার বিষয়টি ধরা পড়ে।

এক পর্যায়ে ব্যাগেজে থাকা একটি রাইস কুকারে বিশেষভাবে লুকানো অবস্থায় প্রায় ২ কেজি স্বর্ণ পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, শুক্রবার লাগেজটি ওমান এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছে।

উদ্ধারকৃত স্বর্ণগুলোর মালিক পাওয়া যায়নি। ব্যাগেজটি কেউ দাবি করে কি না, সেজন্য শনিবার দুপুর পর্যন্ত অপেক্ষা করা হয়।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

কিন্তু, কেউ দাবি না করাতে আজ এগুলো জব্দ দেখিয়ে ডিএমের মাধ্যমে চট্টগ্রাম কাস্টমস হাউসে জমা দেওয়া হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন:

গালফ বাংলা

Loading...
,