আবারও বাড়ল সোনার দাম

মাত্র ১০ দিনের ব্যবধানে সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে দেশের বাজারে এক ভরি সোনা কিনতে ৯৮ হাজার ৪৪৪ টাকা পড়বে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

বুধবার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম বৃহস্পতিবার (৮ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে গত ২৯ মে সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুসারে বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৬৭ হাজার ১২৬ টাকায়।

 কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

বুধবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ৯৬ হাজার ৬৯৫ টাকায় বিক্রি হয়েছে।

আরো পড়ুন

Loading...
,