সৌদিতে ১৬৭৯০ অভিবাসী গ্রেফতার

আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় সৌদি আরবে গত ৫ থেকে ১১ অক্টোবরের মধ্যে প্রায় ১৬ হাজার ৭৯০ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী ১০ হাজার ১৭৭ জন। সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ৪ হাজার ৫২৩ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী ২ হাজার ৯০ জন।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেবে বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনও ধরনের সহায়তা দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেইসঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হতে পারে।

প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। সৌদি সরকার নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করে থাকে।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন:

Loading...
,