সৌদিআরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে বিশেষ পত্র পাঠিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।
সৌদিআরবের নিওম এলাকায় রাজকীয় প্রাসাদে যুবরাজের কাছে কাতারের আমির শেখ তামিমের এই পত্র পৌঁছে দেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি।
সাম্প্রতি সময়ে কাতার ও সৌদিআরবের মধ্যকার সম্পর্ক বেশ উন্নত হচ্ছে। ১১ আগস্ট কাতারের আমির শেখ তামিম সৌদিআরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন বানদার মুহাম্মদ আলআতিয়াকে।
গত মে মাসে কাতারের আমির সৌদি বাদশাহর আমন্ত্রণে রিয়াদ সফরে যান। গত জানুয়ারি মাসে কাতার সৌদি মীমাংসার পর এখন পর্যন্ত সৌদি পররাষ্ট্রমন্ত্রী দুবার কাতার সফর করেছেন।