স্বামীকে কাতারে ‘পাচারের’ অভিযোগে স্ত্রীর নালিশী মামলা

টুরিস্ট ভিসায় কাতারে পাঠানো স্বামীকে ‘পাচার’ করা হয়েছে এমন অভিযোগ এনে বরিশালে তিনজনের বিরুদ্ধে নালিশী মামলা করেছেন এক স্ত্রী।

মঙ্গলবার বরিশালের মানব পাচার ট্রাইব্যুনালে এই মামলা করা হয় বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

মামলার বাদির নাম নুপুর বেগম। তিনি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠি গ্রামের মো. কামাল হোসেন হাওলাদারের স্ত্রী।

বিবাদীরা হলেন একই গ্রামের মাইনুল ইসলাম অরুন (৫০), তার স্ত্রী শাহনাজ পারভীন এবং স্বপন মৃধা (৪০)।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, নাশিলী মামলা অভিযোগ হিসেবে রেকর্ড করে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুর হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মামলার বিবাদী অরুন ও স্বপনের ভাই বিদেশ থাকে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

নুপুরের স্বামী কামাল হোসেন হাওলাদারকে কাতারে পাঠানোর প্রলোভন দেখিয়ে গত ১৬ মে ৩ লাখ ২০ হাজার টাকা নেয় অরুনের স্ত্রী শাহনাজ পারভীন।

এরপর তারা কামাল হোসেনকে কাতার পাঠায়। কিন্তু সেখানে তার জন্য কোনো কাজের ব্যবস্থা করা হয়নি। তিনি অর্ধহারে অনাহারে দিনযাপন করছিলেন বলে স্ত্রীর কাছে খবর আসে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

নুপুর অভিযোগ করেন, তার স্বামীকে টুরিস্ট ভিসায় কাতার পাঠানো হয়েছে।

কোনো খোঁজ না পাওয়ায় নুপুরের ধারণা তার স্বামী কোনো দুষ্ট চক্রের খপ্পড়ে পড়েছে, তাকে পাচার করা হয়েছে।

স্বামীর যে কোনো ধরনের ক্ষতির আশংকা থেকেই এ মামলা করেছেন তিনি।

আরও পড়ুন

গালফ বাংলা

Loading...
,