হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
ফিলিস্তিনিদের অবরুদ্ধ ছিটমহল থেকে আর কোনো সহিংসতা সহ্য করবে না ইসরায়েল।
গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গাজার হামাস শাসকদের সতর্ক করে এসব কথা বলেন।
গাজায় ২০১৪ সালে ইসরায়েলের সামরিক অভিযানে নিহত সৈন্যদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বেনেট বলেন, ইসরায়েল তাঁর ধৈর্য হারিয়েছে।
হামাসকে ইসরায়েলের ভিন্ন মনোভাবের সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত হয়ে উঠতে হবে। বেনেট আরও বলেন, ‘তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমরা সহিংসতা, বিক্ষিপ্ত গুলিবর্ষণ বা কোন পথ ভ্রষ্টতা সহ্য করব না।’
এর আগে গাজায় নতুন উত্তেজনার মধ্যে দিয়ে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রায় এক সপ্তাহ পর বেনেট এসব মন্তব্য করেন।
ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও উত্তেজিত দখলকৃত পূর্ব জেরুজালেমে বিস্ফোরক বেলুন প্রেরণের পর গত সপ্তাহে গাজায় হামাসের জায়গাগুলো লক্ষ্য করে দুটি পৃথক সিরিজ বিমান হামলা চালায় ইসরায়েল।
গাজা উপত্যকা ও ইসমাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গাজায় ২৫৬ জন ফিলিস্তিনি এবং ইসরায়েলে ১৩ ব্যক্তির প্রাণহানির মধ্য দিয়ে ১১ দিনের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত ২১ মে সেখানে এক ধরনের নড়বড়ে যুদ্ধবিরতির সূচনা হয়।
