২৪ ঘন্টায় কাতার বিশ্বকাপের ১২ লাখ টিকেট কেনার আবেদন

কাতার বিশ্বকাপের টিকেট বিক্রি আবেদন শুরু হয়েছে ১৯ জানুয়ারি বুধবার কাতারের স্থানীয় সময় দুপুর একটা থেকে। আর এটি শুরু হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ১২ লাখ টিকেট কেনার আবেদন জমা পড়েছে।
সবচেয়ে বেশি আবেদন করেছেন কাতার, আর্জেন্টিনা, মেক্সিকো, আমেরিকা, আরব আমিরাত, ইংল্যান্ড, ভারত, সৌদিআরব, ব্রাজিল ও ফ্রান্সের মানুষ।
সবচেয়ে বেশি টিকেটের আবেদন করা হয়েছে ফাইনাল ম্যাচের। অন্যদিকে উদ্বোধনী ম্যাচ দেখার জন্য আবেদন করা হয়েছে আশি হাজার টিকেটের।
ফিফা জানায়, বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে ১ লাখ ৪০ হাজার টিকেটের আবেদন জমা পড়েছে। অথচ ফাইনাল ম্যাচে লুসাইল স্টেডিয়ামে দর্শকদের ধারণ ক্ষমতা ৮০ হাজার।
কাতার বিশ্বকাপের টিকেট বিক্রির আবেদন করা যাবে ৮ ফেব্রæয়ারি পর্যন্ত। এরপর ৮ মার্চ তারিখে আবেদনের ফলাফল জানানো হবে।
নিয়মিত কাতারের আপডেট পেতে যুক্ত হোন গালফ বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপের এই লিংকে ক্লিক করে
আগে আবেদন করলে আগে টিকেট পাওয়া যাবে, এমন কোনো বিষয় নেই জানিয়ে ফিফা সবাইকে ফিফার ওয়েবসাইট থেকে টিকেট কেনার জন্য আহবান জানিয়েছৈ।
আপনার জন্য আরও খবর
গালফ বাংলা
