৭ বছর পর রিয়াদে দূতাবাস চালু করল ইরান

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ৭ বছর পর সৌদি আরবে নিজেদের দূতাবাস পুনরায় চালু করেছে ইরান। আর এ পদক্ষেপকে ‘নতুন যুগে প্রবেশ’ বলে আখ্যায়িত করেছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরান আনুষ্ঠানিকভাবে সৌদির রাজধানী রিয়াদে দূতাবাস চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরান ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বিগডেলি বলেন, ইরান ও সৌদির মধ্যে সহযোগিতা যে ‘নতুন যুগে প্রবেশ করছে’ এই পদক্ষেপ সেটিই প্রকাশ করেছে।
মূলত চীনের মধ্যস্থতায় উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়ার তিন মাস পর দূতাবাস চালু করা হলো।
এর আগে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
ওই বৈঠকে উভয় দেশের ‘দ্বিপক্ষীয় সম্পর্কের ভালো অগ্রগতি’ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
গত মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় ইরান ও সৌদি। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন
