আগুনে কাতার প্রবাসীর ঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে বসত ও রান্নার ঘর পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

১৫ মে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিন বদরপুর এলাকার মনগাজী ফকির বাড়ির কাতার প্রবাসী সোলেমানের বতসঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

জানা যায়, সোলেমানের স্ত্রী মরোয়ারা বেগম রান্না করার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে অসাবধানতা বসত ঘরে আগুন ধরে যায়।

 কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

এ সময় আগুন নেভাতে গিয়ে মনোয়ারা বেগমের হাত কেটে যায় এবং গায়ে আগুনের তাপে আহত হয়।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস ঘটনাস্থলে ছুটে যান।

এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, মুহুর্তের মধ্যেই আগুন লেগে সোলেমানের বসতঘর ও রান্না ঘর পুড়ে যায়। তাদের পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

তিনি আরো জানান, সোলেমানের ছোট ভাই আলমগীর বিদেশ যাওয়ার জন্য এক লক্ষ সত্তর হাজার টাকা ঘরে রাখে। আগামীকাল ঢাকায় গিয়ে টাকা ও পাসপোর্ট জমা দিয়ে আসার কথা ছিল।

কিন্তু মুহুর্তের মধ্যেই ঘরে আগুন লেগে গিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার, পার্সপোর্ট, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে তিনি জানান।

আরো পড়ুন

ChandpurTimes

Loading...
,