কাতারে এ বছরই মোট হোটেল রুমের সংখ্যা ৪০ হাজার হবে

কাতারে ২০২৩ সালের শেষ নাগাদ প্রায় ৪০ হাজার হোটেল রুম, ৩ লাখ ৩০ হাজার আবাসিক বাসা প্রস্তুত থাকবে।

এর আগে গত বছর অন্তত ৯ হাজার রুম সম্বলিত প্রায় ৪৬টি হোটেল নতুন খোলা হয়েছে যার প্রায় ৬২ শতাংশই পাঁচ তারকা মানসম্পন্ন।

এগুলোর প্রায় শতকরা ৪০ ভাগ হোটেল লুসাইল এবং ওয়েস্ট বে-তে অবস্থিত।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

কনসালটেন্সি ফার্ম ভ্যালুস্ট্র্যাট জানায়, আরও নতুন ৮ হাজার আবাসিক বাসার ৯০ শতাংশই দ্য পার্ল এবং লুসেইলে তৈরি করা হয়েছে।

প্রকল্পগুলি হস্তান্তর করা হলে ওই এলাকাগুলোর দোকান ভাড়ায় এর প্রভাব পড়বে।

ফিফা এক হিসেবে জানিয়েছে, বিশ্বজুড়ে আনুমানিক ৫০ লাখ মানুষ কাতার বিশ্বকাপের ম্যাচ দেখেছে। এই হিসেবের সাথে মিলিয়ে ভ্যালুস্ট্র্যাট বলেছে, মোটামুটি থেকে দীর্ঘ মেয়াদে আগামীতে প্রায় বিপুল সংখ্যক মানুষ কাতারে ভ্রমণে বা থাকার জন্য যেতে পারেন।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

আরো পড়ুন

GulfTimes

Loading...
,