কাতারে পেটের ভেতর লুকিয়ে মাদক আনা পাচারকারী আটক

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষ কাতারে আসার সময় পেটের ভেতর লুকিয়ে আনা মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে।

কাতারে মাদক পাচার প্রতিরোধে দিনদিন জোরালো ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠছে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

এক বিবৃতিতে, কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর পর তার পাকস্থলী থেকে প্রায় এক কেজির বেশি মেথামফিটামিন পাওয়া গেছে।

লোকটি মাদক পাচারের জন্য মাদকগুলো নিজের পেটে লুকিয়ে এনেছিল।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

কাতারে যাত্রীদের আচার-আচরণ ও চোরাকারবারিদের নানা কৌশল বুঝার জন্য কাস্টমস অফিসারদের সর্বাধুনিক যন্ত্রসহ সব ধরনের সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

ফলে যে কোনো কৌশলেই হোক, মাদক পাচারকালে তা ধরা পড়বে।

আরো পড়ুন

The Peninsula

Loading...
,