দোহায় ভবন ধসে নিহত ১, জীবিত উদ্ধার ৭

কাতারের রাজধানী দোহার মধ্যাঞ্চলে স্থানীয় সময় বুধবার সকালে একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে।

এ ছাড়াও সাতজনকে বিধ্বস্ত ভবন থেকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘সেন্ট্রাল দোহার বিন দারহাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়ার ঘটনায় সিভিল ডিফেন্স এবং অন্যান্য প্রাসঙ্গিক কর্তৃপক্ষ সাতজনকে উদ্ধার করেছে। এ ছাড়া ভবনের ভেতরে থাকা একজনের মৃত্যু হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ভবনের ভেতরে কেউ যাতে আটকে না থাকে তা নিশ্চিত করার চেষ্টা চলছে। সেই সঙ্গে আশপাশের এলাকায় বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

ধসে পড়া ভবন সম্পর্কিত খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের জন্য কর্তৃপক্ষের পরবর্তী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যাও দেয়নি।

এদিকে অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধসের পর গাড়ির অ্যালার্ম বেজে উঠছে, ভবনের একটি অংশ পাশের আরেকটি অংশে পড়ছে।

আরো পড়ুন

KalerKantho

Loading...
,