বাংলাদেশের ১১২৯ সেনা সদস্য নেবে কাতার

পারস্য উপসাগরীয় দেশ কাতারে বাংলাদেশের এক হাজার ১২৯ জন সেনা সদস্য কাজ করবেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাবের খসড়া অনুমোদন দেয়া হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে একটি চুক্তি রয়েছে। এর আওতায় আমাদের পাঁচ হাজারের বেশি সেনা সদস্য সেখানে কাজ করেন।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

কাতারের সঙ্গে আমাদের একই ধরনের একটি চুক্তি স্বাক্ষর আজ অনুমোদন দেয়া হয়েছে। এর আওতায় এক হাজার ১২৯ জন সেনা সদস্য সেখানে লিয়েনে বা ডেপুটেশনে কাজ করবেন। এই চুক্তির মেয়াদ হবে সাধারণত পাঁচ বছর। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।’

মন্ত্রিসভার আজকের বৈঠকে মোট আটটি এজেন্ডা নিয়ে আলাপ হয়। এরমধ্যে মধ্যে চারটি ছিল অবহিতকরণ। এছাড়াও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২২-২০৪১ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

আরো পড়ুন

Loading...
,