বিভিন্ন ভাষায় রমজানের শুভেচ্ছা

বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে সিয়াম সাধনার মাস রমজান। বাংলাদেশে শুক্রবার ভোররাতে সেহরি খেয়ে রোজা পালন শুরু করেছেন মুসলিমরা।

রোজার শুরুতে প্রতি বছরের মতো এবারও শুভেচ্ছা জানানো শুরু হয়েছে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

এতে বলা হয়, ইংরেজিতে ‘রামাদান মুবারক’ বলে জানানো হয় রোজার শুভেচ্ছা। উজবেক ভাষায় সেটি ‘রমাজন ওয়ি মুবোরাক বোলসিন’।

থাই ভাষায় রমজানের শুভেচ্ছা জানানো হয় ‘রামাদন খালিম’ বলে। সেনেগাম্বিয়ান ভাষা ফুলায় বলা হয় ‘রমজান মুবারক’।

আরবিতে রমজান উপলক্ষে দেয়া শুভেচ্ছাবার্তায় বলা হয়, ‘রামাদান কারিম’। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনারব দেশ তুরস্কে একই বার্তা দেয়া হয় ‘রমাজান এইনেজ মুবারেক ওলসুন’ বলে।

ফরাসি ভাষায় রমজানের শুভেচ্ছা জানাতে গিয়ে আরবির মতো বলা হয়, ‘রামাদান কারিম’। উর্দুতে শুভেচ্ছায় বলা হয় ‘রমজান মুবারক’। আফগানিস্তানের দাপ্তরিক ভাষা পশতুতে সেটি ‘রোজা মুবারিক শাহ’।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

সোমালি ভাষায় রোজা শুরুর বার্তা দেয়া হয় ‘সুন ওয়ান আকসুন’ বলে। স্প্যানিশে সেটি ‘ফেলিজ রামাদান’।

বাংলাদেশিরা সাধারণত ‘রমজান মুবারক’ বলে শুভেচ্ছা জানান, তবে গত কয়েক বছর ধরে অনেকে আরবি উচ্চারণের সঙ্গে মিল রেখে রামাদানও বলছেন।

আরো পড়ুন

NewsBangla

Loading...
,