বিশ্বকাপের হায়া কার্ড দিয়ে আবারও কাতারে ফ্রি আসার সুযোগ: সুখবর দিল কাতার

বিশ্বকাপ চলাকালে যারা হায়া কার্ড দিয়ে কাতারে এসেছিলেন, তাদের জন্য সুখবর দিল কাতার সরকার।

এর ফলে কাতারে থাকা অনেক প্রবাসী আবারও নিজেদের পরিবারের সদস্য বা বন্ধুদেরকে কাছে রাখার সুযোগ পাবেন।

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে ইস্যু করা হায়া কার্ড দিয়ে কাতারে আসা যাবে আগামী বছর ২০২৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত।

যদিও এর আগে বলা হয়েছিল, চলতি বছরের ২৩ জানুয়ারি তারিখের মধ্যে হায়া কার্ড দিয়ে কাতারে আসা সবাইকে কাতার ত্যাগ করতে হবে। ফলে যারা এসেছিলেন, তারা প্রায় সবাই ইতোমধ্যে নিজেদের দেশে ফেরত গেছেন।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে ক্লিক করুন এখানে

তবে আজকের এই সুখবরের সাথে নতুন যোগ করা হয়েছে হেলথ ইন্সুরেন্সের নিয়ম। বাকি সব নিয়ম আগের মতোই রয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই হায়া কার্ড দিয়ে কাতারে আসার সময় অবশ্যই রিটার্ন টিকেট দেখাতে হবে। আর সেই সাথে থাকতে হবে হোটেল বুকিং বা কোনো বন্ধু বা আত্মীয়-স্বজনের বাসায় থাকার নিশ্চয়তা।

ভ্রমণকারীর পাসপোর্ট মেয়াদ কমপক্ষে ৩ মাস হতে হবে।

আরেকটি সুখবর হলো, যারা হায়া কার্ড দিয়ে কাতারে আসবেন, তারা নিজের পরিবার বা বন্ধু বান্ধব থেকে ৩ জনকে কাতারে আসার আমন্ত্রণ জানাতে পারবেন।

এই হায়া কার্ড দিয়ে আগামী ২০২৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত যতবার খুশি আসা-যাওয়া করা যাবে।

এমনকি হায়া কার্ড দিয়ে কাতারে আসার জন্য কোনো ফি দিতে হবে না।

বিমানবন্দরসহ সব বন্দরে হায়া কার্ডধারীরা ই গেট ব্যবহারের সুযোগ পাবেন।

কাতারে চাকরি খুজছেন? তবে এখনই ক্লিক করুন এখানে?

আরও পড়ুন

গালফ বাংলা

Loading...
,