মালয়েশিয়ায় পার্কিং থেকে প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার

স্থানীয় সময় রোববার (৮ জানুয়ারি) কনডোমিনিয়ামে কর্তব্যরত একজন নিরাপত্তারক্ষী ওই বাংলাদেশির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

পুত্রজায়া জেলা পুলিশ প্রধান ও সহকারী কমিশনার এ আসমাদি আব্দুল আজিজ জানান, রোববার ৪৩ বছর বয়সী ওই বাংলাদেশি ভবনটিতে মোজাইক ফিটিংসের কাজ করছিলেন বলে জানা গেছে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

মৃত বাংলাদেশির হার্ট অ্যাটাক হয়েছে নাকি, কেউ হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে।

তদন্তের পাশাপাশি, পুলিশ এরই মধ্যে ওই বাংলাদেশির নিয়োগকর্তা এবং তার সহকর্মীদের কাছ থেকে জবানবন্দি নেবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার এ আসমাদি।  

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

ময়নাতদন্তের জন্য মরদেহ পুত্রজায়া হাসপাতালের ফরেনসিক বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই প্রবাসী বাংলাদেশির নাম কিংবা বাংলাদেশে তার বাড়ি কোথায়, এখনও সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও খবর পড়ুন

গালফ বাংলা

Loading...
,