মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ আটক ১৬২

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে ১১৮ বাংলাদেশিসহ ১৬২ জনকে আটক করেছে দেশটির কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৬ মে) ডিবিকেএল তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, ‘ট্রাভেল ডকুমেন্টেশন এবং সংশ্লিষ্ট ওয়ার্ক পারমিট পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন শেষে সর্বমোট ১২৬ জন নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার এবং ১০ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

 কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

এই অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং কর্পোরেশন (এসডাব্লুকর্প), ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া (ডিওএসএইচ) এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অব মালয়েশিয়া অংশ নেন।

আরো পড়ুন

নয়াশতাব্দী

Loading...
,