রমজানে কাতার চ্যারিটির সহায়তা পেয়েছে বাংলাদেশের ৫৭, ৯৭০ জন

রমজানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাতান্ন হাজার ৯৭০ জন গরিব মানুষ কাতার চ্যারিটির খাদ্য সহায়তা পেয়েছে ।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

‘রোজাদারদের আহার প্রদান’ ও ‘যাকাত আল ফিতর’ এই দু’টি প্রোগ্রামের আওতায় ধামরাই, ভৈরব, কুমিল্লা, লালমনিরহাট, নরসিংদী, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, নাটোর, নরসিংদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও লক্ষীপুরসহ সারাদেশের ৩৩টি স্থানে কাতার চ্যারিটির শুকনো খাবারের পার্সেল বিতরণ করা হয়।

রোজাদারদের জন্য দেয়া প্রতিটি ৪২ কেজি ওজনের প্যাকেটে ছিল চাল, খেজুর, ছোলা, ডাল, লবণ ও চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। যাকাত আল ফিতর হিসেবে বিতরণ করা হয় সাত কেজি ওজনের প্যাকেট।

রমজানে গরিব পরিবার বিশেষ করে এতিম ও বিধবাদের জন্য কাতার চ্যারিটির এই উদ্যোগের প্রশংসা করেছেন সরকারি কর্মকর্তারা।

তারা বিভিন্ন স্থানে খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং ডোনারদের ধন্যবাদও জানিয়েছেন। সন্তুষ্টি প্রকাশ করেছেন উপকারভোগীরাও।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

কাতার চ্যারিটির ঢাকা অফিসের স্টাফরা প্রতিটি বিতরণ কার্যক্রমে অংশ নেন।

ভৈরবে হাজী আসমত আলী চাইল্ড হোমে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ ওমর।

আরো পড়ুন

NayaDiganta

Loading...
,