কাতারে ইন্ডিয়ান ৮ নৌ সেনার মৃত্যুদণ্ড ঠেকাতে আপিল করলো ভারত

কাতার কর্তৃপক্ষের কাছে ভারত তাদের নৌবাহিনীর আট সাবেক সেনার মৃত্যুদণ্ডের বিষয়ে একটি আপিল দায়ের করেছে। নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।

গত মাসে কাতারের একটি আদালত রায়টি দিয়েছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট ভারতীয় সাবেক নৌ সেনাকে গত বছরের আগস্টে গ্রেপ্তার করা হয়েছিল।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

তবে গ্রেপ্তারের কারণ এখনো জানা যায়নি। কাতার আদালতের রায়ও ‘গোপনীয়’ রয়ে গেছে, যা শুধু সাজাপ্রাপ্তদের আইনি দল পেয়েছে। এর আগে ৭ নভেম্বর দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস বন্দিদের জন্য অতিরিক্ত কনস্যুলার সুবিধা পায়।

আটজনের মধ্যে এমন কর্মকর্তারা রয়েছেন, যারা একসময় ভারতীয় বড় যুদ্ধজাহাজের নেতৃত্ব দিয়েছেন।

তবে গ্রেপ্তারের সময় তারা দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসে কাজ করতেন। বেসরকারি সংস্থা দাহরা কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ এবং সম্পর্কিত পরিষেবা প্রদান করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, কাতারের একটি আদালত আট ভারতীয় কর্মীর বিরুদ্ধে রায় দিয়েছেন। রায়টি গোপনীয় এবং আইনি দলের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে একটি আপিল দায়ের করা হয়েছে। পাশাপাশি কাতার কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছু সেনা সাবমেরিনসংক্রান্ত একটি সংবেদনশীল প্রকল্পে কাজ করছিলেন।

গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তবে গত সপ্তাহে আটজনের পরিবার গণমাধ্যমে কথা বলে এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

পরিবারের সদস্যরা বলেছে, তারা ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিল না। তারা কাতারি নৌবাহিনী এবং সেই দেশের নিরাপত্তা তৈরি করতে গিয়েছিলেন। তারা কখনোই গুপ্তচরবৃত্তি করতে পারেন না। অভিযোগেরও কোনো প্রমাণ নেই।

আরও খবর জানতে পড়ুন

কালের কণ্ঠ

Loading...
,