লোকসানে বাতিল হচ্ছে বিমানের একাধিক ফ্লাইট
Loading...
লোকসানে বাতিল হচ্ছে বিমানের একাধিক ফ্লাইট
লোকসানের কবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে চলতি মাসেই বন্ধ হচ্ছে এর জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি করে ফ্লাইট।
বর্তমানে জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চললেও লোকসান কমাতে আগামী ৩১ অক্টোবর থেকে অর্থাৎ শীতকালীন সূচিতে সপ্তাহে চলবে কেবল দুটি ফ্লাইট। জানা গেছে এয়ারলাইনসটিতে সবচেয়ে বেশি লোকসানে আছে এই দুটি রুট।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
Loading...
এছাড়া ভিসা নিয়ে নয়াদিল্লির কড়াকড়ির জের ধরে গত মাসেই বন্ধ হয় বিমান বাংলাদেশের ঢাকা টু কলকাতা, দিল্লি ও চেন্নাইগামী প্রায় অর্ধেকের মতো ফ্লাইট।
এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ বলছে, যাত্রী কম থাকায় বাধ্য হয়েই শীতকালীন সূচিতে সপ্তাহে একটি করে ফ্লাইট কমাতে হচ্ছে।
এদিকে ভারতের ভিসা কড়াকড়ির কারণে গেল মাসে বন্ধ হয় কলকাতা ও দিল্লিগামী কিছু ফ্লাইট। সেগুলো পুনরায় চালু হওয়ার সম্ভবনা নেই এখনও।
তবে চাহিদা বাড়ায় ঢাকা-টরেন্টো-ঢাকা রুটে বাড়ানো হচ্ছে একটি ফ্লাইট।এর আগে লোকসানের কারণে ২০০৬ সালে নারিতা রুটে ফ্লাইট বন্ধ করেছিল বিমান।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
Loading...
টানা ১৭ বছর বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বর থেকে আবারও চালু করা হলেও আশানুরূপ যাত্রী সংখ্যা পাওয়া যায়নি এবারও।
Loading...