কাতারে ২ প্রবাসীর লেনদেন থেকে প্রেম: পরে বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে হত্যা
Loading...
বিয়ের আশ্বাসে ডেকে এনে নারীকে হত্যায় রাজবাড়িতে একজনের মৃত্যুদণ্ড
বাংলাদেশের রাজবাড়ী জেলায় কাতার প্রবাস ফেরত নারীকে বিয়ের আশ্বাস দিয়ে ডেকে এনে শ্বাসরোধে হত্যার দায়ে আরেক কাতার প্রবাসী পুরুষকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আহম্মেদ আলী মৃধা।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
Loading...
দণ্ডিত কাতার প্রবাসী আব্দুর রহিম মণ্ডল (৫২) পাংশা উপজেলার জাগির কয়া গ্রামের বাসিন্দা। নিহত কাতার প্রবাসী নারী ফাহিমা বেগম (৪২) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের সেকেন ফকিরের মেয়ে।
রহিম ও ফাহিমা দুজনই আগে কাতারে ছিলেন। বছর তিনেক আগে তারা দেশে আসেন। দেশে ফেরার পর কৃষিকাজ করতেন রহিম।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ৫ অক্টোবর রাজবাড়ীর কালুখালীর একটি ধানক্ষেতে স্থানীয়রা অর্ধগলিত নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে অজ্ঞাত নারী হিসেবে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
দুদিন পর কালুখালী থানার বিগয়া পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। পরে এই ঘটনায় জড়িত সন্দেহে কাতার প্রবাসী আবদুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ।
Loading...
তাকে গ্রেপ্তারের পর ১৮ অক্টোবর রাজবাড়ীর অতিরিক্ত সুপার রেজাউল করিম সংবাদ সম্মেলনে জানান, কাতার থাকাকালে আব্দুর রহিমের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা ধার নেন ফাহিমা বেগম। কিছুদিন পরে রহিম দেশে চলে আসেন আর কোভিড মহামারীর সময় কাতার থেকে দেশে ফেরেন ফাহিমা।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
কিন্তু দেশে ফেরার পরও ফাহিমা ধারের টাকা ফেরত দিচ্ছিলেন না। টাকা চাইলে নানা রকম টালবাহানা করতেন। এ ঘটনায় ফাহিমার ওপর ক্ষুব্ধ হন রহিম এবং তাকে হত্যার পরিকল্পনা করেন।
Loading...
পরিকল্পনার অংশ হিসেবে ফাহিমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের আশ্বাস দেন রহিম। বিয়ে করলে পাওনা টাকা ফেরত দিতে হবে না শর্তে তাতে রাজি হন ফাহিমা।
৩০ সেপ্টেম্বর ফাহিমাকে ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজবাড়ীর কালুখালীতে ডেকে নিয়ে আসেন রহিম। পরে গলায় গামছা পেঁচিয়ে ফাহিমাকে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখেন।
Loading...
রাষ্ট্রপক্ষের আইনজীবী আহম্মেদ আলী মৃধা বলেন, আসামি আব্দুর রহিম মণ্ডল আদালতে হত্যাকাণ্ডের স্বীকারোক্তিও দিয়েছেন।
পরে মামলার শুনানি শেষে বৃহস্পতিবার আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আইনজীবী মৃধা আরও বলেন, “আদালত যে রায় দিয়েছে সেই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
Loading...