আন্তর্জাতিক বাজারে এখনো বাড়ছে স্বর্ণের দাম

Loading...

আন্তর্জাতিক বাজারে এখনো বাড়ছে স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে এখনো বাড়ছে স্বর্ণের দাম। প্যালাডিয়ামের দামও গত ১০ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে শুক্রবার স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৭৪১ ডলার ৫০ সেন্টে।

কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

Loading...

এছাড়া এদিন যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ২ হাজার ৭৫৪ ডলার ৬০ সেন্টে।

এ বিষয়ে আরজেও ফিউচার্সের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন বলেন, ‘মধ্যপাচ্যের সংঘাত নিয়ে উদ্বেগের কারণে নিরাপদ আশ্রয় খাত হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে।

বছরের শুরু থেকে এ পর্যন্ত বিশ্ববাজারে পণ্যটির দাম বেড়েছে ৩২ শতাংশ। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) ৫০ শতাংশীয় পয়েন্ট সুদহার কমানোর কারণে স্বর্ণের দাম আরো বেড়েছে।

ক্যাপিটাল ইকোনমিকস একটি নোটে জানায়, সামনের দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো বাড়তে থাকবে।’

কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর

Loading...

এদিকে রাশিয়া থেকে রফতানি উদ্বেগে স্পট মার্কেটে প্যালাডিয়ামের দাম ১০ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। ধাতুটির দাম সর্বশেষ ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ১৯৪ ডলার ৩৬ সেন্টে।

তবে স্পট মার্কেটে শুক্রবার রুপার দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য নেমেছে ৩৩ ডলার ৬১ সেন্টে।

Loading...

চলতি সপ্তাহে ধাতুটির দাম ১২ বছরের সর্বোচ্চে আউন্সপ্রতি ৩৪ ডলার ৮৭ সেন্টে পৌঁছেছিল। শুক্রবার প্লাটিনামের দাম দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ২৪ ডলার ২০ সেন্টে নেমেছে।

বণিক বার্তা

Loading...

Loading