দোহায় ২৮ দিনের গাজা যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির প্রস্তাব উত্থাপন সিআইএ পরিচালকের

Loading...

দোহায় ২৮ দিনের গাজা যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির প্রস্তাব উত্থাপন সিআইএ পরিচালকের

এই আংশিক চুক্তিটি যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে দুই মাসের স্থবিরতা ভাঙতে পারে। পাশাপাশি আরও বড় চুক্তির জন্য আলোচনাকে দ্রুততর করতে পারে।

সিআইএ পরিচালক বিল বার্নস রোববার (২৭ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় এক বৈঠকে ইসরায়েল ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির একটি নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

Loading...

তিনজন ইসরায়েলি কর্মকর্তার মতে, প্রস্তাবিত চুক্তিতে ২৮ দিনের জন্য সংঘাত বন্ধ করার কথা বলা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, হামাসের হাতে আটক প্রায় ৮ জন নারী [যার মধ্যে সকল বয়সের নারী অন্তর্ভুক্ত] ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের মুক্তি দেওয়া হবে।

পাশাপাশি, ইসরায়েলি কারাগার থেকে কয়েক ডজন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিষয় এ চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।

বিল বার্নস রোববার দোহায় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি এবং মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়ার সাথে বৈঠক করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, পক্ষগুলো “একটি নতুন একক কাঠামো” নিয়ে আলোচনা করেছে। এটি পূর্ববর্তী প্রস্তাবগুলোকে সংহত করে এবং অঞ্চলের প্রধান বিষয় ও সাম্প্রতিক উন্নয়ন বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর

Loading...

আলোচনা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জনসম্মুখে স্বীকার করেছেন, মিশর একটি আংশিক চুক্তির প্রস্তাব দিয়েছে। চুক্তিতে ১২ দিনের যুদ্ধবিরতি এবং চারজন জিম্মির মুক্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, বার্নস, আল-থানি এবং বার্নিয়ার দল ইতোমধ্যেই একটি আংশিক চুক্তির ধারণা নিয়ে কাজ করছিলেন। রোববারের বৈঠকে তারা মিশরের ধারণার ওপর ভিত্তি করে আলোচনা চালানোর উপায় নিয়ে বৈঠক করেছেন।

Loading...

এই আংশিক চুক্তিটি যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে দুই মাসের স্থবিরতা ভাঙতে পারে। পাশাপাশি আরও বড় চুক্তির জন্য আলোচনাকে দ্রুততর করতে পারে। এটি গাজায় মানবিক পরিস্থিতির উন্নতিতে সাহায্য করতে পারে।

তবে, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে চুক্তিটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। আবার, ইসরায়েল ও হামাস উভয়ই ফলাফলের ভিত্তিতে তাদের অবস্থান পরিবর্তন করতে পারে।

Loading...

হামাসের মূল দাবি অর্থাৎ কোনো চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধের অবসান হবে, তা প্রস্তাবিত পরিকল্পনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার (২৮ অক্টোবর) বলেছেন, তিনি শুধু একটি আংশিক চুক্তিতে সম্মত হবেন; যুদ্ধের সমাপ্তিতে নয়। এই দুটি অবস্থান একসাথে মিলবে না।

Loading...

একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে বলেন, “ইসরায়েল একটি সাময়িক বিরতিতে সম্মত হয়েছে। কিন্তু হামাস একটি বিরতি চায়, যেটি ইসরায়েলের বর্তমান অবস্থানের পরিবর্তন ঘটাবে। যদি কোনো পক্ষ তাদের অবস্থান সহজ না করে, তাহলে কোনো চুক্তি হবে না।”

কাতারী ও মিশরীয় মধ্যস্থতাকারীরা হামাস কর্মকর্তাদের সাথে নতুন পরিকল্পনা এবং ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করতে আগামীতে বৈঠকে করবেন।

Loading...

একটি সূত্র জানিয়েছে, বার্নস এই সপ্তাহের শেষে মিশরে যাবেন এবং সেখানকার নতুন গোয়েন্দা প্রধান হাসান রশাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

The Business Standard

Loading...

Loading