যান্ত্রিক ত্রুটির কবলে বিমানের ফ্লাইট, আবুধাবিতে যাত্রীরা ভুগল ৯ ঘণ্টা
Loading...
যান্ত্রিক ত্রুটির কবলে বিমানের ফ্লাইট, আবুধাবিতে যাত্রীরা ভুগল ৯ ঘণ্টা
উড্ডয়নের আগে ডানায় ত্রুটির কারণে ঢাকা থেকে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিলম্বিত হওয়ায় ৯ ঘণ্টা ভুগতে হয়েছে যাত্রীদের।
বিমানের বিজি-১২৮ ফ্লাইট মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে আবুধাবির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এরপর রাত পৌনে ৩টায় আবার আবুধাবি থেকে উড়োজাহাজটির চট্টগ্রামের উদ্দেশে ওড়ার কথা ছিল।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
Loading...
কিন্তু ওই উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ৯ ঘণ্টা পর বুধবার আমিরাতের স্থানীয় সময় সকাল ৬টায় অন্য একটি উড়োজাহাজ আবুধাবি পৌঁছায়।
পরে আমিরাতের শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে বেলা পৌনে ১১টায় ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
কারিগরি জটিলতায় পড়া উড়োজাহাজটি ছিল বোয়িং-৭৩৭-৮০০ মডেলের। সেটির উইং (ডানা) ফ্ল্যাপ ঠিকমত কাজ করছিল না বলে জানিয়েছেন বিমানের আবুধাবি স্টেশনের ভারপ্রাপ্ত আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল ফেরদৌস।
উড়োজাহাজ চলাচলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্লাইট সেইফটি। সেজন্য উড়োজাহাজ ছাড়ার আগে সব সিস্টেম পরীক্ষা করা হয়।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
Loading...
সেখানে কোনো ত্রুটি পাওয়া গেলে তা সারিয়ে তারপর উড়োজাহাজ ছাড়া হয়। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও বিজি-১২৮ ফ্লাইটের ত্রুটি সারানো যায়নি।
বিমানের জনসংযোগ শাখার ব্যবস্থাপক আল মাসুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে ফ্লাইটটি যাওয়ার কথা ছিল, ওটা টেকনিক্যাল হওয়ার কারণে অন্য এয়ারক্রাফট দিয়ে যাত্রীদের পাঠানো হয়েছে। এ কারণে প্রায় ৯ ঘণ্টা বিলম্ব হয়েছিল।
Loading...
“ফ্লাইটটি মঙ্গলবার ঢাকা থেকে রাত ৯টা ১০ মিনিটে আবুধাবির উদ্দেশে ছাড়ার কথা থাকলেও পরে বুধবার সকাল ৬টায় ছাড়ে। এরপর বেলা পৌনে ১১টায় ১৪৩ জন যাত্রী নিয়ে এটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।”
এর আগে চলতি মাসের ২৪ জুন ঢাকা থেকে আবুধাবিগামী একটি ফ্লাইট আকাশে ওড়ার পর উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। ৫ ঘণ্টা বিলম্বের পর যাত্রীদের অন্য ফ্লাইটে আবুধাবি পাঠানো হয়।
- কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইনসের উড়োজাহাজ বিধ্বস্তে অন্তত ৪০ প্রাণহানির শঙ্কা
- প্রবাসে ফিরে যাওয়ার আগের দিন ফেসবুক স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা
- সৌদি আরবে দুর্ঘটনায় ময়মনসিংহের তিন প্রবাসী যুবক নিহত
- লটারিতে পাঁচ তারকা হোটেলের মালিক হলেন কাতার প্রবাসী জাহেদুল
- নিজের ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, পালিয়েছে স্বামীর পরিবার
Loading...