পরিবারের ছেড়ে বিদেশ চলে যেতে চাপ দেওয়ায় প্রবাসীর আত্মহত্যা!

Loading...

রাউজানে এক প্রবাসীর আত্মহত্যা!

চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ মুন্না (২৭) নামে প্রবাস ফেরত এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রবিবার (০৩ নভেম্বর) বিকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মোকার দীঘির পাড় এলাকাস্থ আলী আহম্মদ কোম্পানীর বাড়ীর তার বসতঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

আত্মহননকারী মুন্না ওই এলাকার মো. মোজাম্মেলের পুত্র। জানা যায় ৩ নভেম্বর রোববার বিকালে পরিবারের সদস্যদের অজান্তে তিনি ঘরের ভিতর ছাদের এ্যাংগেলে ঝুলছিল।

Loading...

জানা যায় ওই সময় তার স্ত্রী পাশের কক্ষে ঘুমাচ্ছিলেন। পরে কক্ষ থেকে বেরিয়ে নিজের শয়ন কক্ষে গিয়ে দেখেন স্বামী ফাঁসীতে ঝুলন্ত অবস্থায়।

এসময় তার চিৎকারের বাড়ির লোকজন এসে ওরনা কেটে তাকে নিচে নামিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয়রা জানিয়েছে এক সন্তানের জনক প্রবাসী মুন্না গত দেড় মাস আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন। ৪ অক্টোবর সোমবার তিনি আবার প্রবাসে চলে যাওয়ার কথা ছিল।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

আত্মহত্যার কারণ সম্পর্কে স্থানীয়দের কাছে জানতে চাইলে কেউ কেউ বলেছেন মুন্না দেশে আরো কিছু সময় থাকার ইচ্ছা পোষন করেছিল।

কিন্তু পরিবারের পক্ষে প্রবাসে চলে যাওয়ার জন্য তার উপর চাপ ছিল। এই নিয়ে তিনি মানষিক অশান্তির মধ্যে হয়ত আত্মহত্যা করতে পারেন।

Loading...

এবিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে রাতে ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে এবং সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

The Daily Inqilab

Loading...

Loading