আগ্নেয়গিরির ছাইয়ের কারণে বালিতে বহু ফ্লাইট বাতিল
Loading...
আগ্নেয়গিরির ছাইয়ের কারণে বালিতে বহু ফ্লাইট বাতিল
আগ্নেয়গিরির ছাইয়ের কারণে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার বালির দ্বীপের মধ্যে বেশিরভাগ ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি এয়ারলাইন্স।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
এরমধ্যে জেটস্টার এবং ভার্জিন অস্ট্রেলিয়ার মতো এয়ারলাইন্সও রয়েছে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
Loading...
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আকাশে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) এলাকা পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে। আর এ কারণেই ফ্লাইট বাতিল করেছে জেটস্টার এবং ভার্জিন অস্ট্রেলিয়ার মতো এয়ারলাইন্স।
জেটস্টার এবং ভার্জিন অস্ট্রেলিয়া বুধবার জানিয়েছে, মাউন্ট লেওটোবি লাকি লাকির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ডেনপাসারের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
জেটস্টার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি অগ্ন্যুৎপাতের কারণে আগ্নেয়গিরির ছাইয়ের কারণে বালিতে যাওয়া এবং সেখান থেকে ফ্লাইট পরিচালনা করা নিরাপদ নয়।’
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
কান্টাস বলেছে, ‘‘বেশ কয়েকটি ফ্লাইট ‘ব্যহত’ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের সরাসরি জানানো হবে এবং তাদের বিকল্প সেবা দেওয়া হবে।’’
Loading...
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটট্রেডার২৪ জানিয়েছে এয়ারএশিয়ার এয়ারলাইন্সের বালি দ্বীপের ফ্লাইটও বাতিল করা হয়েছে।
অস্ট্রেলিয়া থেকে প্রতিবছর প্রচুর পর্যটক আসে বালি দ্বীপে। বলা হয়ে থাকে বালির দ্বীপের মোট পর্যটকের প্রায় এক তৃতীয়াংশ আসে অস্ট্রেলিয়া থেকে। শুধু জুলাইয়ে বালি দ্বীপে প্রায় ৬ লাখ ২৫ হাজারের বেশি পর্যটক বালি দ্বীপে ঘুরতে এসেছিল।
Loading...
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩ নভেম্বর থেকে হঠাৎ করে বালি থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের মাউন্ট লেওটোবি লাকি লাকির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়।
এতে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৩১ জন। ১১ হাজারের বেশি মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
Loading...
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন সেন্টার জানিয়েছে, শুক্রবারের অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর আকাশে ১০ কিলোমিটার বা ৬ মাইল ছাই ছড়িয়ে পড়ে যা এর আগে দেখা যায়নি।
ভৌগলিক অবস্থানগত কারণে ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পের জন্য বেশ ঝুঁকিপূর্ণ।
Loading...