প্রবাসী রেমিট্যান্সে সিলেটিদের ‘বড় হাত’

Loading...

প্রবাসী রেমিট্যান্সে সিলেটিদের ‘বড় হাত’

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে ২১ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। এসময়ে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

তবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরের প্রবাহ কমেছে শূন্য দশমিক ৪১ শতাংশ। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে সর্বাধিক রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। এ তালিকায় সিলেট বিভাগে অবস্থান তৃতীয়।

Loading...

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে দেশে এসেছে ৮৯৩ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যদিও প্রথম দিকে রেমিট্যান্সের পরিমান কম ছিলো।

প্রথম চার মাস অর্থাৎ জুলাই-অক্টোবরে ঢাকাতে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ৪৩১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ২৪৯ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন চট্টগ্রাম বিভাগের প্রবাসীরা।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

এর পরেই রয়েছে সিলেট বিভাগের অবস্থান। চলতি অর্থবছরের প্রথম চার মাসে সিলেট বিভাগে প্রবাসীরা পাঠিয়েছেন ৮২ কোটি ৮৮ লাখ ডলার।

Loading...

তথ্য অনুযায়ী সিলেট বিভাগের প্রবাসীরা জুলাই মাসে পাঠিয়েছেন ১৮ কোটি ৬৭ লাখ, আগস্ট মাসে পাঠিয়েছেন ২০ কোটি ২৪ লাখ, সেপ্টেম্বর মাসে পাঠিয়েছেন ২২ কোটি ১৯ লাখ এবং অক্টোবর মাসে পাঠিয়েছেন ২১ কোটি ৭৮ লাখ ডলার।

এছাড়া, খুলনা বিভাগে ৪০ কোটি ৯৬ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৩২ কোটি ৭ লাখ ডলার, বরিশাল বিভাগে ২৪ কোটি ৩১ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ১৮ কোটি ২০ লাখ ডলার ও রংপুর বিভাগে ১৪ কোটি ৫৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

Sylhetview24

Loading...

Loading