বাংলাদেশে অপরিণত শিশু জন্মের হার বিশ্বে সর্বোচ্চ

Loading...

বাংলাদেশে অপরিণত শিশু জন্মের হার বিশ্বে সর্বোচ্চ

বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটি উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। প্রতিবছর দেশে ১৬.২০% শিশু অপরিণত (প্রিম্যাচিউর) অবস্থায় জন্মগ্রহণ করে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

এর অর্থ হলো, প্রতিদিন প্রায় ১,৩৪০টি এবং প্রতি ঘণ্টায় ৫৬টি শিশু প্রিম্যাচিউর অবস্থায় জন্ম নিচ্ছে। এই হার বিশ্বব্যাপী সর্বোচ্চ, যা আমাদের দেশের জন্য একটি গুরুতর সমস্যা।

Loading...

২৩ নভেম্বর ২০২৪, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আয়োজিত ‘ডায়ালগ অন দ্য প্রিম্যাচিউরিটি বার্ডেন, এন্টারভেনশন স্ট্যাটাস অ্যান্ড ইনোভেশন ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় এই তথ্য প্রকাশ করা হয়।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সায়েন্টিস্ট আহমেদ এহসানুর রহমান জানান, গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ প্রিটার্ম বার্থ রেটে এক নম্বর অবস্থানে রয়েছে।

এহসানুর রহমান বলেন, “আমাদের এই অবস্থান একদিকে খারাপ, অন্যদিকে ভালো। খারাপ হলো, আমরা প্রথম। কিন্তু ভালো হলো, আমাদের দিকে বিশ্ব দৃষ্টি নিবদ্ধ করেছে। আমাদের এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ রয়েছে।”

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রায় ৫ লাখ শিশু প্রিটার্ম অবস্থায় জন্ম নিচ্ছে। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ অনুযায়ী, এই সংখ্যা প্রায় ৮ লাখ। দেশে ৭৪% ডেলিভারি হাসপাতালে হচ্ছে, যা আগামী কয়েক বছরে ৮০-৮৫% হয়ে যাবে। এর ফলে চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাবে।

Loading...

এছাড়া, লো বার্থওয়েটের (কম ওজন) হারের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রতি ১০০ নবজাতকের মধ্যে ২৩টি কম ওজনের শিশু জন্ম নিচ্ছে।

বিএসএমএমইউর নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান জানান, প্রতি বছর প্রায় ২৫,000 শিশু প্রিম্যাচিউর এবং কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে মারা যায়।

Loading...

গাইনোকোলজিস্ট অধ্যাপক লায়লা আন্জুমান বানু বলেন, “গত কয়েক বছরে আমরা প্রিম্যাচিউর শিশুর জন্মের সংখ্যা কমাতে পারিনি।

অনেক ক্ষেত্রে আমরা জানি না কেন প্রিটার্ম বাচ্চা জন্ম নেয়। তবে কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মাল্টিপল প্রেগনেন্সি ও তামাকের ব্যবহার।”

তিনি সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, নব দম্পতিরা গর্ভধারণের বিষয়ে পরামর্শ নিতে আসছে, যা একটি ভালো দিক। রিস্ক ফ্যাক্টর চিহ্নিত করে কাজ করতে হবে।

Loading...

বাংলাদেশে প্রিম্যাচিউর শিশুর জন্মের সংখ্যা উদ্বেগজনক, কিন্তু সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে এ সমস্যা সমাধানে কাজ করতে হবে।

গালফ বাংলা

Loading...

Loading