ইন্সটাগ্রামে এল ডিরেক্ট মেসেজ শিডিউল, কেন ও কীভাবে করবেন?

Loading...

ইন্সটাগ্রামে এল ডিরেক্ট মেসেজ শিডিউল, কেন ও কীভাবে করবেন?

ছবি শেয়ার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য। এবার থেকে ডিরেক্ট মেসেজও (ডিএম) শিডিউল করা যাবে এই অ্যাপটিতে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

বিভিন্ন ক্রিয়েটর ও ব্র্যান্ডের সুবিধার কথা বিবেচনা করেই মূলত ডিরেক্ট মেসেজ শিডিউল ফিচারটি এনেছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম।

Loading...

উল্লেখ্য, ইন্সটাগ্রামে পোস্ট শিডিউল করার ফিচার এসেছে অনেক আগেই, ২০২২ সালে। এবার এল ডিরেক্ট মেসেজ শিডিউল করার ফিচার। তবে বেশ নিরবে নিভৃতেই ফিচারটি উন্মুক্ত করেছে তাঁরা।

ডিরেক্ট মেসেজ বা ডিএম শিডিউল করা নিয়ে কোনো পোস্ট দেখা যায়নি ইন্সটাগ্রামের অফিশিয়াল ব্লগে। এমনকি ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরির অ্যাকাউন্ট থেকেও আসেনি কোনো ঘোষণা।

তবে টেক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে ইন্সটাগ্রাম জানিয়েছে যে, নতুন এই ফিচারটি তাঁরা পৌঁছে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের কাছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য, নতুন এই ফিচারটি প্রথম নজরে আসে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ লিন্ডসে গ্যাম্বেলের। নিজের থ্রেডস অ্যাকাউন্ট থেকে ছবিসহ পোস্ট করে তিনি বিষয়টি জানিয়েছেন।

Loading...

ডিরেক্ট মেসেজ (ডিএম) শিডিউল কী?

ডিরেক্ট মেসেজ বা ডিএম শিডিউল করার অর্থ হচ্ছে আগে থেকেই মেসেজ শিডিউল করে রাখার সুবিধা। অর্থাৎ, একটি ডিরেক্ট মেসেজ যাকে পাঠানো হচ্ছে তিনি কোন দিন, ক’টার সময় সেটি দেখতে পাবেন তা ব্যবহারকারী (মেসেজ সেন্ডার) আগে থেকেই নির্ধারণ করে দিতে পারবেন।

Loading...

ডিএম শিডিউল করার সুবিধাসমূহ

১। ডিরেক্ট মেসেজ শিডিউল করার এই ফিচারটির কল্যাণে বিশেষভাবে উপকৃত হবেন কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন ব্র্যান্ডগুলো। ক্রিয়েটররা তাঁদের টার্গেট অডিয়েন্সের কাছে এবং ব্র্যান্ডগুলো তাদের সম্ভাব্য গ্রাহকের কাছে ডিরেক্ট মেসেজ পৌঁছে দিতে পারবেন অডিয়েন্স ও গ্রাহকদের সুবিধামতো সময়ে।

এতে করে তাদের এনগেজমেন্ট আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে। ফলে প্রচার-প্রসারের (আউটরিচ) কাজগুলো তারা আরও দক্ষতার সাথে, কার্যকরভাবে করতে সক্ষম হবেন।

Loading...

২। ইন্সটাগ্রামের সাধারণ ব্যবহারকারীরাও ডিএম শিডিউল ফিচারটি ব্যবহার করে পৃথিবীর অন্য প্রান্তে, ভিন্ন টাইম জোনে অবস্থান করা পরিবার, স্বজন ও বন্ধুদেরকে মেসেজ পাঠাতে পারবেন তাদের সুবিধামতো সময়ে।

৩। ডিএম শিডিউলের আরেকটি সুবিধা হচ্ছে এর মাধ্যমে ব্যবহারকারীরা কাউকে কোনো বিষয়ে রিমাইন্ডার পাঠাতে পারবেন একেবারে সঠিক সময়ে। উদাহরণস্বরূপ একজন অতিথিকে কোনো প্রোগ্রামের আগের দিন রাতে উক্ত প্রোগ্রাম সম্পর্কে মনে করিয়ে দেওয়া সম্ভব এই ফিচারটির কল্যাণে।

Loading...

ইন্সটাগ্রামে ডিরেক্ট মেসেজ শিডিউল করবেন যেভাবে

ডিএম শিডিউল করার ফিচারটি যাদের কাছে ইতোমধ্যেই পৌঁছেছে তারা খুব সহজেই এখন মেসেজ শিডিউল করে রাখতে পারেন। এজন্য যাকে মেসেজ পাঠাতে চাচ্ছেন তার সাথে চ্যাট ওপেন করতে হবে।

এরপর মেসেজ টাইপ করে সেন্ড বাটনে কিছুক্ষণ হোল্ড করে রাখলেই স্ক্রিনে তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়ার অপশন চলে আসবে। এবার ব্যবহারকারী কাঙ্ক্ষিত তারিখ ও সময় সিলেক্ট করে দিলেই নির্দিষ্ট সময়ে মেসেজ পৌঁছে যাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে।

Loading...

মেসেজ শিডিউল করার পর ব্যবহারকারী তার চ্যাট সেকশনে একটি নোটিফিকেশন দেখতে পাবেন। সেখানে নোটিফিকেশনটি হবে এরকম, ‘১ শিডিউলড্‌ মেসেজ’। এবার চাইলে আরেকটি মেসেজ শিডিউল করা যাবে।

এভাবে একাধিক ডিরেক্ট মেসেজ শিডিউল করার সুযোগ রয়েছে। প্রতিবারই মেসেজ শিডিউল করার পর এই রকম একটি নোটিফিকেশন ব্যানার পেয়ে যাবেন ব্যবহারকারী। উল্লেখ্য, ২৯ দিন আগে পর্যন্ত ডিরেক্ট মেসেজ শিডিউল করা যাবে ইন্সটাগ্রামে।

Loading...

ডিরেক্ট মেসেজ বা ডিএম-কেন্দ্রিক ইন্সটাগ্রামের সাম্প্রতিক উদ্যোগ

ব্যবহারকারীদের মাঝে এনগেজমেন্ট বাড়াতে ডিরেক্ট মেসেজকে বেশ প্রাধান্য দিচ্ছে ইন্সটাগ্রাম। সম্প্রতি ডিরেক্ট মেসেজের মাধ্যমে শেয়ার লোকেশন করার ফিচারটি যুক্ত করেছে তাঁরা।

এর মাধ্যমে অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ও স্ন্যাপের ‘স্ন্যাপ ম্যাপ’ সার্ভিসগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।

Loading...

এছাড়া ডিরেক্ট মেসেজে নাম পরিবর্তন করার বা কাস্টমাইজ করার অপশনটিও সম্প্রতি যুক্ত করা হয়েছে। ফলে এখন ডিরেক্ট মেসেজে নিজেদের এবং অন্যদের নাম পরিবর্তন করতে পারছেন ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা।

ক্রিয়েটরদের জন্য ইন্সটাগ্রাম বেশ কিছু টুল নিয়ে এসেছে যেগুলোর কল্যাণে তারা মেসেজ রিকোয়েস্ট সর্ট ও ফিল্টার করতে পারছেন।

ফলে ক্রিয়েটররা এখন এই মেসেজ রিকোয়েস্টগুলোকে ফলোয়ার কাউন্ট, ভেরিফায়েড অ্যাকাউন্ট, ব্র্যান্ড ও ক্রিয়েটর সংখ্যা, এবং অন্যান্য আরও কয়েকটি ফ্যাক্টরের ভিত্তিতে সাজাতে বা সর্ট করতে পারছেন।

Loading...

সার্বিকভাবে ডিএম-কেন্দ্রিক যোগাযোগ ও এনগেজমেন্ট বৃদ্ধি করতে ইন্সটাগ্রামকে বেশ সক্রিয় বলেই মনে হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে সারা বিশ্বে ২৩০ কোটিরও বেশি ব্যবহারকারী জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকে।

itvbd

Loading...

Loading