সৌদির ২০৩৪ ফুটবল বিশ্বকাপ নিয়ে বছরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা

Loading...

সৌদির ২০৩৪ ফুটবল বিশ্বকাপ নিয়ে বছরজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা

মুসলমানদের তীর্থভূমি সৌদি আরব হাজার বছর ধরে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই পবিত্র দেশটি সারা পৃথিবীর মানুষের কাছে আকর্ষণীয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

প্রতি বছর লাখ লাখ মানুষ সেখানে হজ পালন করতে যায়, এবং অনেকেই দেশটির ঐতিহ্য, ইতিহাস ও সমৃদ্ধির কথা জানতে আগ্রহী। কাজের সন্ধানে দেশটিতে পাড়ি জমাচ্ছেন লাখ লাখ মানুষও।

Loading...

সৌদি আরবের তেল ও খনিজ সম্পদে সমৃদ্ধি ২০৩৪ ফুটবল বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক আলোচনায় এসেছে। তারা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে।

২০২২ সালে কাতার বিশ্বকাপ আয়োজনের পর থেকে এই অঞ্চলের ফুটবল নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০২২ বিশ্বকাপের মঞ্চে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পরাজয়, কাতারের সফল আয়োজন, এবং সৌদির ক্লাবে রোনালদো, নেইমার ও বেনজেমার মতো তারকাদের আগমন উল্লেখযোগ্য।

সৌদি মালিকানাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা নিয়েছে এবং এলআইভি গলফ সিরিজ চালু করেছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

২০২২ থেকে শুরু হওয়া আলোচনা এখন সৌদি আরবকে ২০৩৪ ফিফা বিশ্বকাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আগামী দশ বছর সৌদি আরবের নাম বিশ্বফুটবলে বারবার উচ্চারিত হবে।

Loading...

কারণ তারা ফুটবলের ২৫তম বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে, যা একাধিক কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে। এটি প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে।

সম্প্রতি ফিফা সৌদি আরবকে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক ঘোষণা করার পর দেশটিতে উৎসবের আবহ শুরু হয়েছে। তারা ইতিমধ্যেই টুর্নামেন্টের নকশা তৈরি করেছে এবং বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে যাতে ফুটবলপ্রেমীরা দেশটির সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারেন।

Loading...

২০৩৪ ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য সময়সূচি এখনও নির্ধারিত হয়নি, তবে রমজান মাস ও গ্রীষ্মকালীন তাপমাত্রার কথা চিন্তা করে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবে অনুষ্ঠিত হবে ৪৮ দেশের প্রথম ফুটবল বিশ্বকাপ, যা একটিমাত্র দেশে আয়োজিত হবে। এর আগে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপে ৪৮ দেশ অংশ নিলেও তা একাধিক দেশে মিলিয়ে আয়োজন করা হবে।

সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপকে ঘিরে ১১টি নতুন স্টেডিয়াম নির্মাণ এবং চারটি সংস্কারের পরিকল্পনা নিয়েছে। রাজধানী রিয়াদে আটটি স্টেডিয়াম থাকবে, এছাড়া জেদ্দা, আবহা, আল-খোবার ও নিওমে নির্মাণ করা হবে নতুন স্টেডিয়াম।

Loading...

বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু হবে ‘কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম’, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম হবে।

আসন্ন বিশ্বকাপকে ঘিরে সৌদি সরকার বিমানবন্দরগুলো উন্নত করার পাশাপাশি দ্রুতগতিসম্পন্ন রেল ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে। তবে স্টেডিয়ামগুলোর মধ্যে দূরত্বের কারণে সমর্থকদের বিমানপথে যাতায়াতের প্রয়োজন হবে।

Loading...

সৌদি আরব মানবাধিকার ও নারী অধিকার লঙ্ঘনের কারণে সমালোচনার মুখে পড়তে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে সৌদি আরব অন্তত ২০০ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার নির্দেশনা অনুসারে মানবাধিকার রক্ষা করতে হবে। যদিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মানবাধিকারে বড় সংস্কারের ঘোষণা না দিলে সৌদি আরবকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে হবে।

Loading...

সৌদি আরবে ১৯৫২ সাল থেকে মদ নিষিদ্ধ, এবং সেখানে বিশ্বকাপে আগত সমর্থকরা প্রকাশ্যে মদ্যপান করতে পারবেন না। এসব কারণে বিশ্বকাপ আসর নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে, তবে সৌদি আরব ৫০০ কোটি পাউন্ড বিনিয়োগের মাধ্যমে একটি বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে।

Gulf Bangla

Loading...

Loading