সিলেট থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে লুটনে জনসভা
Loading...
সিলেট থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে লুটনে জনসভা
সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যের লুটনে একটি সভা আয়োজন করা হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুলি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সহযোগিতায় এবং গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটনের বৃহস্পতিবার রাতে লুটনের ওয়ালডেক রোডের একটি রেস্তোরাঁয় এই সভা হয়।
Loading...
সভায় বক্তারা ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, ওসমানী বিমানবন্দর থেকে কাতার, আমিরাত ও সৌদি আরবসহ বিদেশি ফ্লাইট চালু, ভিসা ফি বাতিল এবং বাংলাদেশ হাইকমিশনে কনস্যুলার সেবা বৃদ্ধির দাবিতে বক্তব্য দেন।
সংগঠনের সভাপতি শফিক খুররম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামান আহমদ সিদ্দিকী, মাহবুবুর রহমান কোরেশী, মোহাম্মদ আজম আলী, মাওলানা আব্দুল কুদ্দুছ, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব এবং অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুবুল করীম সুয়েদ, খালেদ মাসুদ রনি, এস আই খান, শামীম আহমদ, কাউন্সিলর আজিজুল আম্বিয়া, আব্দুল করিম জলিল, সাজ্জাদ আলী দিলওয়ার,
Loading...
আবু সায়ীদ জাহাঙ্গীর, মাওলানা শহীদ আহমদ, আতাউর রহমান মানিক, হাজী আব্দুল গনি, হাজী আখতার হোসেন, হাজী আব্দুল্লাহ মিয়া, সুহেল আহমদ, জাহেদ চৌধুরী, এমদাদ হোসেন পাভেল, সৈয়দ দিলওয়ার, মিয়া মোহাম্মদ জামিল, ফজিলত আলী খান প্রমুখ।
Loading...