শেখ হাসিনার কোন পাসপোর্টে ভিসার মেয়াদ বাড়াল ভারত
Loading...
শেখ হাসিনার কোন পাসপোর্টে ভিসার মেয়াদ বাড়াল ভারত
ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। দেশটির শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে, শেখ হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার অংশ হিসেবে তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
সংসদ বিলুপ্তির পর শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের কার্যকারিতা হারিয়েছে। সম্প্রতি তাঁকেসহ ৯৭ জনের পাসপোর্টও অন্তর্বর্তী সরকার বাতিল করেছে। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, ভারত সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন পাসপোর্টের অধীনে ভিসার মেয়াদ বাড়িয়েছে?
Loading...
নিয়ম ভেঙে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি অনেকের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সামনে এসেছে। পরিবারের বেশির ভাগ সদস্যদের দ্বৈত নাগরিকত্ব থাকলেও শেখ হাসিনার এ ধরনের বিষয় কখনও প্রকাশ পায়নি।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা সমকালকে বলেন, বাতিল পাসপোর্টে ভিসা দেওয়ার কোনো সুযোগ নেই। কীভাবে ভারত মেয়াদ বাড়াল– পরিষ্কার নয়।
অবশ্য কারও একাধিক দেশের পাসপোর্ট থাকলে সেটি ভিন্ন কথা। তবে বাংলাদেশের আইনে একই সঙ্গে লাল ও সাধারণ পাসপোর্ট ব্যবহার বেআইনি। লাল পাসপোর্ট পেতে হলে সাধারণ পাসপোর্ট জমা রাখতে হয়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
গুম, গণহত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করতে হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ২৩ ডিসেম্বর হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল।
Loading...
হিন্দুস্তান টাইমসের খবরে দিল্লি ঠিক কবে ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কত দিনের জন্য, তা উল্লেখ নেই। পত্রিকাটি লিখেছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এ প্রক্রিয়ায় যুক্ত ছিল।
বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট গত বছর ২১ আগস্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার, ১০ বছরের জন্য যেটি ইস্যু করা হয় ২০২০ সালের
Loading...
১৯ জানুয়ারি। অবশ্য আইন ও সংসদবিষয়ক বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যদের কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট বাতিল হয়ে যায়।
গতকাল বুধবার নিজ দপ্তরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি তিনি গণমাধ্যমের খবরে জেনেছেন।
Loading...
এটি সম্পূর্ণ ভারতের বিষয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশ চিঠি দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার জবাব আসেনি।’
এ বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলেছে, দিল্লি সম্ভবত ওই চিঠির কোনো জবাব দেবে না। কারণ, তাদের ভাষায়, প্রত্যর্পণের জন্য যে ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হয়, এ ক্ষেত্রে তা করা হয়নি।
Loading...
ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনার মধ্যে কলকাতা প্রতিনিধি জানান, ভারতে শরণার্থী-সংক্রান্ত আইন না থাকায় ‘এফআরআরও’র মাধ্যমে শেখ হাসিনাকে ভারতে বসবাসের আইনি বৈধতা দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কোনো বিদেশি নাগরিক ভারতে ১৮০ দিনের বেশি অবস্থান করতে চাইলে তাঁকে দেশটির সরকারের তরফে রেসিডেন্ট পারমিট দেওয়া হয়। ভারতে প্রবেশের ১৪ দিনের মধ্যেই তিনি যে শহরে অবস্থান করবেন, সেখানকার এফআরআরও বরাবর এ জন্য আবেদন করতে হয়।
Loading...
আবেদনের সময় পাসপোর্ট, ভিসা, নিজের চার কপি পাসপোর্ট সাইজের ছবি, ভারতে অবস্থানের ঠিকানাসহ যাবতীয় বৈধ নথি দিতে হয়।
রেসিডেন্ট পারমিটের মেয়াদ বৃদ্ধি করতে গেলে ওই মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে আবেদন করতে হয়। সেই সঙ্গে ওই ব্যক্তির ভিসার মেয়াদ বৃদ্ধির জন্যও আবেদন করা আবশ্যক।
Loading...
সংশ্লিষ্টরা বলছেন, রেসিডেন্ট পারমিটের মেয়াদ বৃদ্ধি করে ভারতে দীর্ঘদিন অবস্থান করছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এটির মাধ্যমে তিনি বিভিন্ন দেশ ভ্রমণও করতে পারেন। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা একইভাবে ভারতে অবস্থান করছেন।
Loading...