‘বিদেশে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করছে’
Loading...
‘বিদেশে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করছে’
বিদেশের মাটিতে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ শনিবার রাজধানী সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
এ সময় নির্বাচন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রোডম্যাপ প্রকাশ হলে দ্রুত সময়েই হবে নির্বাচন। এতে কেটে যাবে অস্থিরতা, বাড়বে বিনিয়োগ। নির্বাচনের রোডম্যাপ এলেই ইনভেস্টমেন্ট বাড়বে, এখন অনিশ্চয়তা বোধ করেন অনেকেই। দ্রুত সময় নির্বাচন দিতে চায় সরকার।’
Loading...
প্রবাসী শ্রমিকদের নিয়ে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা মধ্যপ্রাচ্যে কাজ করতে যান, তারা বেশি খরচ করেন কিন্তু সবচেয়ে কম বেতন পান। সমস্যা ব্যাপক, সামর্থ্য কম।
তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের দেশের মানুষ বাইরে যান কায়িক পরিশ্রমের জন্য। ভাষার সমস্যা থাকায় যেতে খরচ বেশি, আয়ও কম।’
বিদেশে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিশ্বের সব দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও ক্ষেত্র বিশেষে জাতীয় পার্টিরও শাখা আছে। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল এরা। বিদেশের মাটিতে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ইমেজ (ভাবমূর্তি) নষ্ট করছে।’
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
ভারতে প্রোপাগান্ডা ঠেকাতে প্রবাসীদের সহযোগীতে চেয়ে তৌহিদ হোসেন, বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালানো হচ্ছে ভারতীয় মিডিয়া থেকে। এ জায়গায় প্রবাসীদের সহযোগিতা চাই। মিথ্যা প্রচার রুখে দিতে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।
Loading...
বিমানবন্দরে যাত্রী হয়রানির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিমানবন্দরে হয়রানির জন্য যারা দায়ী, তাদের শাস্তি নিশ্চিতের চেষ্টা থাকবে।’
Loading...