১০ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

Loading...

১০ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

দেশজুড়ে অভিযান চালিয়ে ১৯ হাজার ৪১৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে ১০ হাজারেরও বেশি প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

গত ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলেছে এই অভিযান। গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ৭৮৭ জনের বিরুদ্ধে বৈধ নথি ছাড়া বসবাস, ৪ হাজার ৩৮০ জনের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘন এবং ৩ হাজার ২৫১ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

Loading...

গ্রেপ্তারদের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগ রয়েছে ১ হাজার ২২১ জনের বিরুদ্ধে। এই গ্রেপ্তারদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনের, ৫৬ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, চাকরি ও যাতায়াত পরিষেবা প্রদানের জন্য ১৯ জনকে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশ ত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ১৩৬ জনকে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী।

অবৈধ প্রবাসীদের আইনের আওতায় আনতে গত কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছে সৌদি পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি অভিযানের পর দেশটিতে গ্রেপ্তার অবৈধ প্রবাসীর সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৫৭৬ জনে। এই গ্রেপ্তারদের মধ্যে ৩০ হাজার ২৬১ জন পুরুষ এবং নারীর সংখ্যা ৩ হাজার ৩১৫ জন।

Loading...

শনিবার এক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ২৩ হাজার ৯৯১ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের মধ্যে থেকে ইতোমধ্যে ১০ হাজার ৩১৯ জনকে ফেরত পাঠানো হয়েছে।

Dhakapost

Loading...

Loading