যেকারণে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ

Loading...

যেকারণে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ

পাকিস্তানের করাচি শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নেভাল জেটি ত্যাগ করে জাহাজটি।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি ‘এক্সারসাইজ এএমএএন-২০২৫’ নামক আন্তর্জাতিক মহড়ায় অংশ নিতে জাহাজটি পাকিস্তান যাচ্ছে। ‘এক্সারসাইজ এএমএএন-২০২৫’ মহড়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা, সমর বিশারদরা এবং নৌবাহিনীর জাহাজসমূহ অংশগ্রহণ করবে।

Loading...

এই মহড়ায় অংশগ্রহণ করতে বাংলাদেশের নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ২৭৪ জন নৌ সদস্য অংশ নিবেন।

জাহাজটির বিদায়ী অনুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ঐতিহ্যবাহী বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশন করে জাহাজটিকে বিদায় জানায়। এই সফরের অংশ হিসেবে বানৌজা সমুদ্র জয় পাকিস্তান যাওয়ার পথে শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ নৌবাহিনী ২০০৭, ২০০৯ এবং ২০১৩ সালেও অ্যাক্সারসাইজ অ্যাম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখেছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

Loading...

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে আঞ্চলিক নৌ নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং নৌ সদস্যদের পেশাগত মান আরও উন্নত হবে।

দৈনিক জনকণ্ঠ

Loading...

Loading