রেস্তোরাঁ-দোকানের আড়ালে ভুয়া চিকিৎসা, ১০ প্রবাসী গ্রেফতার
Loading...

রেস্তোরাঁ-দোকানের আড়ালে ভুয়া চিকিৎসা, মালয়েশিয়ায় গ্রেপ্তার ১০ বাংলাদেশি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে ১০ জন ভুয়া বাংলাদেশি চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, ২৩ জানুয়ারি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিভিশনের (ফার্মেসি) কর্মকর্তাদের সহযোগিতায় অভিযানটি চালানো হয়।
Loading...
জালান তুন তান সিউ, লেবোহ, পুডুহ এবং জালান সিলাংসহ কুয়ালালামপুরে ১০টি স্থানে এ বিশেষ অভিযান চলে। দাতুক জাকারিয়া বলেন, ‘অভিযান পরিচালনার আগে আমরা প্রায় দুই সপ্তাহ নজরদারি চালিয়েছিলাম। গ্রেপ্তার বাংলাদেশিদের বয়স ৩১ থেকে ৫০।’
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, রেস্তোরাঁ-দোকানের আড়ালে ভুয়া চিকিৎসা দিতেন গ্রেপ্তার ব্যক্তিরা। তাঁরা বিভিন্ন পর্যটকের মাধ্যমে দেশ থেকে ওষুধ এনে অবৈধভাবে বিক্রি করতেন।

কর্তৃপক্ষ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের জন্য একটি অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস, ছয়জনের কাছে নির্মাণ খাতের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছিল,
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
দুজন অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন এবং অন্যজনের কাছে কোনো ভ্রমণ নথি বা বৈধ পাস ছিল না। অভিযানে ভুয়া চিকিৎসা সরঞ্জাম এবং নগদ ৮০০ রিঙ্গিত জব্দ করা হয়েছে, যা চিকিৎসা এবং ওষুধ বিক্রির অর্থ বলে মনে করা হচ্ছে।
Loading...
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫০২ ধরনের অনিবন্ধিত ওষুধও জব্দ করেছে। জব্দ করা ওষুধের আনুমানিক মূল্য ২ লাখ ৬৫ হাজার ১৯২ রিঙ্গিত।

Loading...
