‘আমাদের বের করুন প্লিজ’ ফ্লাইটের উইংয়ে আগুন দেখে চিৎকার যাত্রীদের

Loading...

‘আমাদের বের করুন প্লিজ’ ফ্লাইটের উইংয়ে আগুন দেখে চিৎকার যাত্রীদের

সম্প্রতি পর পর তিনটি বড় বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব। গত সপ্তাহেই ওয়াশিংটনে মাঝ আকাশে চপারের সঙ্গে ধাক্কা লেগে আগুন লেগে যায় একটি বিমানে। যার রেশ এখনও কাটেনি।

Loading...

টেক অফের সময় আগুন লাগল ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইটে। হউস্টন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল রবিবার। আগুন লেগেছে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

বিমান থেকে বেরিয়ে আসার জন্য চিৎকার শুরু করেন। সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Loading...

সম্প্রতি পর পর তিনটি বড় বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব। গত সপ্তাহেই ওয়াশিংটনে মাঝ আকাশে চপারের সঙ্গে ধাক্কা লেগে আগুন লেগে যায় একটি বিমানে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

যার রেশ এখনও কাটেনি। ফলে এই ফ্লাইটটির যাত্রীরা বিমানের উইংয়ে আগুন জ্বলতে দেখে রীতিমতো হইচই শুরু করেন।

আরও খবর

দ্য ওয়াল ব্যুরো

Loading...

Loading