হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার গোপন করবেন যেভাবে

Loading...

হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার গোপন করবেন যেভাবে

বার্তা আদান-প্রদানে অন্যতম ভরসার হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। কিছু ক্ষেত্রে দেখা যায়, নাম্বারটি গোপন রাখতে হয়। অর্থাৎ এমন কারও সঙ্গে মেসেজিং করতে চান, যাকে কন্টাক্ট নাম্বার দিতে চান না। অ্যাপটি সেই সুবিধাও নিয়ে এসেছে। ফোন নম্বর ছাড়া চাইলে মেসেজ করতে পারবেন, খুঁজেও নিতে পারবেন কাঙ্ক্ষিত ব্যবহারকারীকে।

Loading...

হোয়াটসঅ্যাপে এই সুবিধা নিতে কিছু সেটিংস ঠিক করতে নিতে হবে—

ফোন, পিসি বা ট্যাবলেটে হোয়াটসঅ্যাপটি ওপেন করুন।

এরপর টেক্সটনাউ (TextNow) নামের অ্যাপটি ডাউনলোড করে একটি ইউনিক ফোন নম্বর পাওয়া যাবে। যা ব্যবহার করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

TextNow অ্যাপ ওপেন করে ফোন নম্বর লিখে রাখুন। হোয়াটসঅ্যাপ লগ-ইন করতে প্রয়োজন হবে এই নম্বর।
ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে নতুন নম্বর ব্যবহার করে লগ ইন করুন।

TextNow নম্বরটি দিন।
এসএমএস ভেরিফিকেশন করার জন্য অপেক্ষা করুন।

Loading...

এবার আপনার ফোনে কলব্যাকের অপশন দেখতে পাবেন। সেখানে কল মি অপশন সিলেক্ট করুন। এবার আপনার ওই নম্বরে কল করবে হোয়াটসঅ্যাপ।
কল এলে তা রিসিভ করে ফোনের মাধ্যমে জানানো ভেরিফিকেশন কোড। কোডটি হোয়াটসঅ্যাপে বসিয়ে ভেরিফিকেশন করুন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

কোড বসানোর পরে ধাপে ধাপে ভেরিফিকেশন পদ্ধতি শেষ করুন।

আরও খবর

jugantor

Loading...

Loading