এ বার বোমাতঙ্ক ছড়াল এয়ার ইন্ডিয়ার বিমানে! বেঙ্গালুরু বিমানবন্দরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ্

Loading...

এ বার বোমাতঙ্ক ছড়াল এয়ার ইন্ডিয়ার বিমানে! বেঙ্গালুরু বিমানবন্দরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

এ বার বোমাতঙ্ক বেঙ্গালুরু বিমানবন্দরে! সোমবার বোমাতঙ্ক ছড়িয়েছে উড়ান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’র একটি বিমানে। বুধবার পুলিশ সূত্রে খবরটি জানা গিয়েছে।

উত্তর-পূর্ব বেঙ্গালুরু পুলিশের ডিসিপি সজিত ভিজে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার দুপুরে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। ইমেল মারফত ওই হুমকি পাঠানো হয়েছিল উড়ান সংস্থাকে। যার জেরে চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর চত্বরেও।

আরও আপডেট পেতে এখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যপে জয়েন করুন

Loading...

বিমানে বোমা রাখার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর জুড়ে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি। তবে দুপুর থেকে দীর্ঘ ক্ষণ তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি। বরং তল্লাশি প্রক্রিয়ার কারণে বিমান উড়ানে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

যারা কাতারে চাকরি খুঁজছেন তাদের জন্য কিছু চাকরির খবর

Loading...

যদিও ঘটনার পরেই তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা ওই ভুয়ো হুমকি পাঠিয়েছিলেন, তার খোঁজ চলছে।

আরও খবর

আনন্দবাজার অনলাইন

Loading...

Loading