ট্রাম্প-পুতিনের শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব
Loading...

ট্রাম্প-পুতিনের শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব
সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যেকার ফোনালাপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার প্রশংসা করেছে।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে সৌদি আরব জানিয়েছে, এই ফোনালাপে সৌদি আরবে শীর্ষ পর্যায়ের একটি বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। সৌদি আরব এই বৈঠক আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তাদের অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করেছে।
আরও আপডেট পেতে এখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যপে জয়েন করুন
Loading...
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে। ২০২২ সালের মার্চে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায়। গত তিন বছর ধরে সৌদি আরব এই প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনার জন্য একাধিক বৈঠকের আয়োজন করেছে।
এদিকে, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় ভূমিকা রাখে এমন আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। গত বুধবার ট্রাম্প জানান যে তিনি সৌদি আরবে তাদের প্রথম বৈঠকে পুতিনকে দেখতে পাবেন বলে আশা করছেন।
তিনি আরও জানান, তিনি পুতিনের সঙ্গে এক দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ ফোনালাপে অংশ নিয়েছেন এবং উভয় নেতা ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা শুরু করার বিষয়ে সম্মত হয়েছেন।
যারা কাতারে চাকরি খুঁজছেন তাদের জন্য কিছু চাকরির খবর
Loading...
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে উল্লেখ করেন, তিনি এবং রুশ প্রেসিডেন্ট তাদের নিজ দলকে অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশ দিতে সম্মত হয়েছেন এবং একে অপরকে নিজ নিজ রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন।
আরও খবর
- কাতারে আকাশ মিডিয়া ভুবনের ইফতার মাহফিল ও উপহার সামগ্রী বিতরণ
- কাতারে প্রবাসীদের সম্মানে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
- ইরানে হামলা নিয়ে যে ভয়াবহ পরিণতির কথা জানালো কাতার
- প্রবাসীদের পাসপোর্ট বিষয়ে নতুন সুখবর দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- র্যাব পরিচয়ে কাতার প্রবাসীকে ক্রসফায়ারের হুমকি, গ্রেপ্তার ২ চাঁদাবাজ
Loading...
