নাইজেরিয়ায় ভুল বিমান হামলায় ৬ জন বেসামরিক নাগরিক নিহত

Loading...

নাইজেরিয়ায় ভুল বিমান হামলায় ৬ জন বেসামরিক নাগরিক নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে দেশটির সেনাবাহিনীর একটি বিমান সন্ত্রাসীদের তাড়া করার সময় ভুল করে আক্রমণ চালিয়ে কমপক্ষে ছয়জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে রোববার নাইজেরিয়ার কানো থেকে এএফপি এ খবর জানায়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

তিনজন বাসিন্দা জানিয়েছেন, শনিবার সাফানা জেলার জাক্কা গ্রামের উপকণ্ঠে কয়েকটি কুঁড়েঘরে এই বোমাটি ফেলা হয়। তারা আরও জানান, গ্রামে পুলিশের একটি ঘাঁটিতে ডাকাতরা হামলা চালিয়ে দুই পুলিশ সদস্য এবং তাদের সহায়তাকারী একজন পাহারাদারকে হত্যা করার পর এই হামলা চালানো হয়।

জাক্কার বাসিন্দা মুন্তারি সাদা এএফপিকে জানান, ডাকাতরা সরে যাওয়ার পর জেটটি মোতায়েন করা হয় এবং গ্রামের বাইরে একটি পরিবারের কুঁড়েঘরে আঘাত হানার আগে এটি গ্রাম প্রদক্ষিণ করে।

তাদের জানাজায় অংশ নেওয়া সাদা বলেন, পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে এবং তাদের দেহের বিভিন্ন অংশ ব্যাগে করে দাফনের জন্য সংগ্রহ করতে হয়েছে। তার বক্তব্যের সমর্থনে আরও দুই বাসিন্দা একই সংখ্যা জানিয়েছেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রবিবার এক বিবৃতিতে “নিরপেক্ষ, স্বচ্ছ এবং তাৎক্ষণিক তদন্ত” করার আহ্বান জানিয়ে মৃতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছে। এ ব্যাপারে এএফপি বক্তব্য জানতে চাইলে সেনাবাহিনী কোন সাড়া দেয়নি। -বাসস

আরও খবর

Bangladesh Pratidin

Loading...

Loading