আইফোন ১৬ই নিয়ে এল অ্যাপল, ফিচারসহ দাম জেনে নিন

Loading...

আইফোন ১৬ই নিয়ে এল অ্যাপল, ফিচারসহ দাম জেনে নিন

স্বল্পমূল্যের আইফোন এসই৪ নিয়ে আসার কথা ছিলো অ্যাপলের। সেটাই করেছে তাঁরা, তবে শুধু নামটুকু পরিবর্তন হয়ে গেছে। এসই মডেলের নতুন সংস্করণ হিসেবে এসই৪ নয়, বরং বাজারে আসছে আইফোন ১৬ই।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

অর্থাৎ, স্বল্পমূল্যের আইফোনের নতুন সংস্করণটিকে আইফোন ১৬ সিরিজের অংশ হিসেবে বাজারে নিয়ে আসছে অ্যাপল। আজ (১৯ ফেব্রুয়ারি) ৬.১ ইঞ্চি ডিসপ্লেসমৃদ্ধ নতুন এই আইফোনটিকে সবার সামনে তুলে ধরেছে আমেরিকান এই টেক জায়ান্ট।

Loading...

লো-কস্ট বা স্বল্পমূল্যের ক্যাটাগরিতে অ্যাপল তাঁদের সর্বশেষ আইফোনটি এনেছিল ২০২২ সালে। এই সংস্করণটি তৃতীয় প্রজন্মের আইফোন এসই হিসেবেই অধিক পরিচিত।

অনেকেই একে আইফোন এসই৩ (এসই থ্রি) বা আইফোন এসই ২০২২ বলেও অভিহিত করেন। তবে এবারে বাজেট আইফোনের ক্ষেত্রে ‘এসই’ নামকরণ থেকে সরে এল অ্যাপল।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

অর্থাৎ তিন বছর পর স্বল্পমূল্যের নতুন একটি আইফোন নিয়ে হাজির হলো অ্যাপল। আইফোন ১৬ই মডেলটির কল্যাণে মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে স্যামসাং ও হুয়াওয়ের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত অ্যাপল।

Loading...

বিশেষ অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের সাপোর্ট সমৃদ্ধ নতুন এই আইফোনটি’তে অনায়াসে ব্যবহার করা যাবে অ্যাপলের আকর্ষণীয় সব এআই ফিচার।

এক নজরে আইফোন ১৬ই মডেলটির ফিচারসমূহ:

ডিসপ্লে: ৬.১ ইঞ্চি ওলেড স্ক্রিন (এজ-টু-এজ ডিজাইন)
প্রসেসর: এ১৮ চিপ (৬ কোরের সিপিইউ ও ৪ কোরের জিপিইউ)
ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা আছে এতে, যেখানে ২এক্স (টুএক্স) টেলিফটো লেন্স রয়েছে। ১২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরাও পাবেন সেলফিপ্রিয় ব্যবহারকারীরা।
অ্যাপল ইন্টেলিজেন্স: এ১৮ চিপের কল্যাণে অ্যাপল ইন্টেলিজেন্সের বিভিন্ন এআই টুল ও ফিচার উপভোগ করতে পারবেন ব্যবহারকারী। এর মধ্যে রয়েছে ফটো ক্লিনআপ, ইমেজ প্লেগ্রাউন্ড, রাইটিং টুলস, নতুন সিরি (ডিজিটাল অ্যাসিসট্যান্ট), চ্যাটজিপিটি ও ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স।

Loading...

৫জি মডেম: অ্যাপল সিলিকন প্রযুক্তিতে তৈরি ‘সি১’ (সি ওয়ান) কাস্টম সেলুলার মডেমটি ব্যবহার করা হয়েছে আইফোন ১৬ই ফোনটিতে।

এবারই প্রথম অ্যাপল তাঁদের নিজেদের তৈরি ৫জি সেলুলার মডেম ব্যবহার করল আইফোনে। ইতোপূর্বে আইফোনের সকল মডেলেই কোয়ালকমের মডেল ব্যবহার করা হয়েছে।

অ্যাপল সিলিকন প্রযুক্তিতে তৈরি হওয়ায় ‘সি১’ মডেমটি দ্রুতগতির, নির্ভরযোগ্য ৫জি সেলুলার কানেকটিভিটি’র পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী পারফরমেন্সের নিশ্চয়তা দিচ্ছে। ফলে ফোনটির ব্যাটারি ব্যাক-আপ সক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি পাবে।

Loading...

ব্যাটারি: আইফোন ১৬ই ডিভাইসটিতে ২৬ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে। সর্বশেষ এসই সংস্করণটির তুলনায় এর ভিডিও প্লেব্যাক সক্ষমতা ১১ ঘন্টা বেশি। মূলত অ্যাপল সিলিকন প্রযুক্তির ৫জি সেলুলার মডেম ‘সি১’ এর কল্যাণে দীর্ঘমেয়াদি ব্যাটারি সাপোর্ট অফার করছে নতুন এই আইফোনটি।

এক্ষেত্রে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের উন্নত পাওয়ার ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উল্লেখ্য, ৬.১-ইঞ্চি ডিসপ্লে সাইজের যেকোনো আইফোনের মধ্যে এটিই সবচেয়ে বেশি ব্যাটারি সাপোর্ট দিচ্ছে।

Loading...

স্টোরেজ: ১২৮জিবি, ২৫৬জিবি ও ৫১২জিবি
রঙ: কালো ও সাদা
দাম/বিক্রয়মূল্য: ৫৯৯ ডলার থেকে শুরু (বাংলাদেশী মুদ্রায় ৭২ হাজার টাকারও বেশি)
কবে আসছে বাজারে: ২১ ফেব্রুয়ারি থেকে আমেরিকা, চীন ও ভারতসহ বিশ্বের ৫৯টি দেশ থেকে আইফোন ১৬ই ফোনটি প্রি-অর্ডার করা যাবে। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে ফোনটি গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে।

ফোনটি বিশ্বব্যাপী আইফোনের আউটলেটগুলোতে (দোকানে) পাওয়া যাবে ২৮ ফেব্রুয়ারি থেকেই। আইফোন ১৬ সিরিজের অন্যান্য মডেলগুলোর মতোই অ্যাপল ইন্টেলিজেন্স-ভিত্তিক এআই ফিচারগুলো এই ১৬ই মডেলটির অন্যতম আকর্ষণ।

Loading...

এন্ট্রি লেভেলের আইফোন হলেও ডিভাইসটিকে এআই ফিচার উপযোগী করে তোলার জন্য অ্যাপল এতে উন্নতমানের শক্তিশালী এ১৮ চিপ ব্যবহার করেছে।

গত বছর সেপ্টেম্বরে উন্মোচিত আইফোন ১৬ সিরিজের বেজ ও প্লাস মডেল দুটি’তে ব্যবহৃত হয়েছে এ১৮ চিপ, অথচ আইফোন ১৬ বেজ মডেলের তুলনায় এর দাম ২০০ ডলার কম।

তবে আইফোন ১৬ সিরিজের অন্যান্য মডেলগুলোতে যেখানে বেশ কয়েকটি কালার থেকে পছন্দের একটিকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে, সেখানে আইফোন ১৬ই মডেলটি কেবলমাত্র সাদা ও কালো এই দুটি রঙেই পাওয়া যাবে।

Loading...

আইফোন ১৬ই সম্পর্কিত আরও কিছু তথ্য:

১। চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। টাইপ-সি পোর্ট থাকায় ইউরোপের বাজারে কোনো প্রকার বিধিনিষেধের সম্মুখীন হতে হবে না আইফোন ১৬ই-কে।

উল্লেখ্য, তৃতীয় প্রজন্মের এসই এবং আইফোন ১৪ মডেল দুটিতে টাইপ-সি পোর্টের সাপোর্ট না থাকায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে তাদেরকে সরিয়ে নিতে হয়েছে। এছাড়া ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট থাকলেও ম্যাগসেফ চার্জিংয়ের সাপোর্ট নেই এই ডিভাইসটিতে।

২। নতুন এই বাজেট আইফোনটিতে টাচ আইডি না থাকলেও এতে রয়েছে ফেসআইডি ফিচারটি।

Loading...

৩। আইফোন ১৬ই ফোনটির স্ক্রিনের উপরে কালো রঙের একটি এরিয়া রয়েছে, যেটি নচ নামে পরিচিত। এই নচ এরিয়াতেই ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ও ফেসআইডি থাকবে। এতে আগের মতো ফ্রন্ট-ফেসিং ক্যামেরাকে ঘিরে কাট-আউট এরিয়া আর থাকছে না।

৪। ক্যামেরা কন্ট্রোল ফিচারটিও অনুপস্থিত এতে। তবে রয়েছে অ্যাকশন বাটন। এছাড়াও ফিজিক্যাল হোম বাটনটিও সরিয়ে নেওয়া হয়েছে নতুন এই ডিভাইসটি থেকে।

৫। তৃতীয় প্রজন্মের আইফোন এসই’তে ছিল ৪.৭ ইঞ্চি ডিসপ্লে। তবে আইফোন ১৬ই মডেলটিতে ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, আইফোন ১৬ বেজ মডেলের ডিসপ্লে সাইজও ৬.১ ইঞ্চি।

Loading...

৬। নতুন এই ফোনটির ক্যামেরা সিস্টেমে আছে ৪৮ মেগাপিক্সেলের একটি সেন্সর এবং দুটি লেন্স। এই দুটি লেন্সের মধ্যে একটি টুএক্স জুম সক্ষমতার টেলিফটো লেন্স। তাই ব্যবহারকারীরা অপটিক্যাল মানের জুম করতে পারবে এর ক্যামেরা দিয়ে।

তবে ফোনটির পেছন দিকে মূল ক্যামেরার পাশাপাশি দ্বিতীয় আর কোনো ক্যামেরা নেই। এছাড়া এতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও ব্যবহার করা হয়নি, যেমনটা আইফোনের দামি মডেলগুলোতে দেখা যায়।

itvbd

Loading...

Loading