কাতারে বর্ণাঢ্য আয়োজনে সেরা কর্মীদের পুরস্কার দিল আশাল ডেলিভারি

Loading...

কাতারে বর্ণাঢ্য আয়োজনে সেরা কর্মীদের পুরস্কার দিল আশাল ডেলিভারি

কাতারের রাজধানী দোহায় পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য আয়োজনে বছরের সেরা কর্মীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দিয়েছে আশাল ডেলিভারি কোম্পানি।

গত কয়েক বছর ধরে কাতারে ফুড ডেলিভারি খাতে সুনাম অর্জনকারী এই কোম্পানির মালিকানা ব্যবস্থাপনায় যুক্ত রয়েছেন বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ী তরুণ মাকসুদুল আলম চৌধুরী। বর্তমানে এর অধীনে প্রায় দেড়শ কর্মী কর্মরত রয়েছেন।

১৭ ফেব্রুয়ারি রাতে দাফনায় অবস্থিত পাঁচ তারকা হোটেল বেন্টলির বলরুমে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ফাউন্ডার কুয়েতি নাগরিক মোবারক আলমুতাইরি এবং ম্যানেজিং ডাইরেক্টর মাকসুদুল আলম চৌধুরী।

এছাড়া কোম্পানির অন্য কর্মকর্তা ও কর্মচারী এবং অন্য অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় সেরা পারফরমার হিসেবে তিনজনকে ‍পুরস্কৃত করা হয় এবং তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।  প্রথমজন পেয়েছেন ২,৫০০ কাতারি রিয়াল, দ্বিতীয়জন ২,০০০ কাতারি রিয়াল এবং তৃতীয়জন পেয়েছেন ১,৫০০ কাতারি রিয়াল।

পরে সবার জন্য কোম্পানির পক্ষ থেকে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়।

মাকসুদুল আলম চৌধুরী গালফ বাংলাকে জানান, বছরজুড়ে যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে কোম্পানি নানারকম সাফল্য পাচ্ছে, তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন।

এর ফলে একদিকে ত্যাগী কর্মীরা যেমন মূল্যায়ন পাচ্ছেন, তেমনিভাবে অন্যরাও অনুপ্রাণিত হবেন।

কাতারে আশাল ডেলিভারি কোম্পানি ছাড়াও মাকসুদুল আলম চৌধুরী নিজ উদ্যোগে আরও তিনটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন।  এসবের মধ্যে রয়েছে এমএস এক্সপ্রেস ডেলিভারি কোম্পানি, আশাল মার্ট এবং টিএন্ডমোর রেস্টুরেন্ট।

এসব কোম্পানির মাধ্যমে কাতারে বাংলাদেশি প্রবাসীদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

কাতার প্রবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ী মাকসুদুল আলম চৌধুরী

মাকসুদুল আলম চৌধুরী বলেন, বিদেশে আমরা সবাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি।  আর তাই কাতারে আমরা যখন সফল হই, তখন এর মাধ্যমে বাংলাদেশের সুনাম উজ্জ্বল হয়। এই বিশ্বাস থেকেই আমি প্রতিনিয়ত ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিদেশে প্রবাসীদের ভালো কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছি। 

Loading...

কাতার প্রবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে মাকসুদ বলেন, আমরা প্রত্যেকে যার যার অবস্থানে থেকে এ দেশের আইন কানুন মেনে সততার সাথে ব্যবসা করলে তা একদিকে যেমন আর্থিকভাবে লাভজনক, তেমনিভাবে তা বাংলাদেশের ইতিবাচক ইমেজ তৈরি করবে। তাই এ বিষয়ে আমাদের সবার ভূমিকা রাখা উচিত।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন 

আরও খবর

Loading...

Loading