স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন কাতার প্রবাসী
Loading...

স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন কাতার প্রবাসী
পরিবারকে খুশি করতে এবং নিজেদের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরেছেন যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন গহেরপুর গ্রামের কাতার প্রবাসী রাজিব হোসেন রাজ।
২৩ শে ফেব্রুয়ারি রবিবার ভোরে কাতারের রাজধানী দোহা থেকে বিমানে করে হযরত শাহজালাল বিমানবন্দরে নামলেন রাজিব হোসেন রাজ। পরে সেখান থেকে নিজের এলাকার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
Loading...
খাজুরা বাজার প্রাণকেন্দ্র খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাঝখানে তৈরি করা হয় হেলিপ্যাড। খাজুরা বাজারের আকাশে ভেসে আসে হেলিকপ্টারের শব্দ।
এ সময় উৎসুক নারী পুরুষ ও শিশুরা তাকিয়ে থাকে আকাশের দিকে। সকাল ১০টার দিকে হেলিকপ্টারে চড়ে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামেন কাতার প্রবাসী রাজিব হোসেন রাজ।
Loading...
এসময় প্রবাসী রাজিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও গ্রামবাসী।
কাতার প্রবাসী রাজিব হোসেন রাজ খাজুরা বাজারের বিশিষ্ট মোঃ ছমেদ আলীর বড় ছেলে। প্রায় ৭ বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে কাতার পাড়ি জমান রাজিব হোসেন রাজ। এর আগে একবারও বাড়িতে আসেন নি তিনি।
কাতার প্রবাসী রাজীবের স্বপ্ন ছিল একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরবেন। সেই শখ পূরণে এবার তিনি এলেন হেলিকপ্টার চড়ে।
Loading...
এ সময় তাকে দেখতে শতশত মানুষ ভিড় করেন। কাতার প্রবাসী রাজিব হোসেন রাজকে দেখতে আসা, খাজুরার মোঃ রুহুল আমিন বলেন, রাজিব খুব ভালো ছেলে। গ্রামের কারও বিপদ আপদে তার শরণাপন্ন হলে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেন।
প্রবাসী রাজিব বলেন, আমি দীর্ঘদিন কাতারে আছি। সেখানে ব্যবসা বাণিজ্য করছি। আমার মা-বাবাকে খুশি করতে ও নিজের শখ মেটাতে এবং গ্রামের মানুষ ও আমার শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে আমি ব্যতিক্রমভাবে বাড়ি ফিরলাম।
আরও খবর
Loading...
