আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্ধুসভা কাতারের আয়োজন
Loading...

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্ধুসভা কাতারের আয়োজন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বন্ধুসভা কাতার। ২৩ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় এক রেস্তোঁরার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা পর্বে নিজেদের অনুভূতি ও মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন উপস্থিত সদস্যরা। উপদেষ্টা আবজল আহমদ, গিয়াসউদ্দীনসহ অন্যরা বন্ধুসভা নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

বক্তারা বন্ধুসভা কাতারের আগামী দিনের বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোকপাত করেন এবং বিদেশে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান।
সভাপতি বুরহান উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহ সভাপতি নাসিম আলরাশিদ, সহ সভাপতি মনজুরুল হাসান, সাধারণ সম্পাদক শাকিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সহ সাংগঠনিক সম্পাদক ইবরাহিম মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সাজিদ, দপ্তর সম্পাদক মো. জিহাদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক, প্রশিক্ষণ সম্পাদক মো. নাহিদ ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম রিয়াদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ম্যাগাজিন সম্পাদক ওমর ফারুক, বইমেলা সম্পাদক শাহ সালমান, কার্যনির্বাহী সদস্য সাকিব প্রমুখ।
Loading...
অনুষ্ঠানে বিশেষ পর্বে বন্ধুসভা কাতারের সাথে যুক্ত হওয়া নতুন বন্ধুদেরকে বরণ করে নেওয়া হয়। এ সময় বন্ধুসভার পক্ষ থেকে নতুন বন্ধুদের হাতে উপহার তুলে দেওয়া হয়।











অনুষ্ঠানের শেষ পবে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন ইয়াসিন আরাফাত। পরে উপস্থিত সবার সম্মানে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Loading...
আরও খবর
Loading...
