মিসরে রমজানে প্রচারের জন্য তৈরি ‘অশ্লীল’ নাটক, অভিযোগ সৌদির দিকে

Loading...

মিসরে রমজানে প্রচারের জন্য তৈরি ‘অশ্লীল’ নাটক, অভিযোগ সৌদির দিকে

পবিত্র রমজান মাসে আরব বিশ্বের দেশগুলোতে বিশেষ নাটক প্রচার করা হয়। যেগুলোর বেশিরভাগ শিক্ষামূলক হতো। তবে এ বছর রমজানকে সামনে রেখে তৈরি কয়েকটি নাটক নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মিসরের সাধারণ মানুষ। তারা এসব নাটক ও নির্মাতাদের বয়কটের ডাক দিয়েছেন। সঙ্গে এসব ‘অশ্লীল’ নাটক তৈরির পেছনে সৌদির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

যে নাটকটি সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে সেটি হলো ‘ইশ ইশ’। একটি একটি সিরিজ। এতে অভিনয় করেছেন মাই ওমার নামের এক অভিনেত্রী। যিনি এক বার ডান্সারের চরিত্র ফুটিয়ে তুলেছেন। এই নাটকের ট্রেলারে দেখা গেছে, অভিনেত্রী ‘অশ্লীল’ পোশাক পরেছেন। সঙ্গে এতে ‘ইঙ্গিতপূর্ণ’ বিভিন্ন সংলাপ রয়েছে। যা রমজান মাসে প্রচারের জন্য অনুপযুক্ত বলে জানিয়েছেন বেশিরভাগ দর্শক।

Loading...

এই নাটকটির পরিচালক হলেন অভিনেত্রী মাই ওমারের স্বামী মোহাম্মদ সামি। এটি প্রচারিত হবে সৌদির মালিকানাধীন ‘এমবিসি মিসর’ এবং তাদের স্ট্রিমিং প্লাটফর্ম ‘শহিদ’-এ।
সিরিজ নাটকটির সমালোচনা করে মিসরের সাবেক এক রাষ্ট্রদূত সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমরা কী এইভাবে রমজানকে স্বাগত জানাই?”

সৌদির মালিকানাধীন ‘এমবিসি মিসর’ ও ‘শহিদ’-কে বয়কটের ডাক বেশ সাড়া ফেলেছে। অনেকে বলছেন, রমজানে এমন অশ্লীল নাটক তৈরির জন্য তারা এই প্লাটফর্মগুলো আনসাবসক্রাইব করবেন।

‘ইশ ইশ’-এর পাশাপাশি মোহাম্মদ সামির পরিচালিত ‘সাঈদ আল-নাস’ নামের আরেকটি নাটক সমালোচনার জন্ম দিয়েছে। এছাড়া ‘আল-আতাওয়ালা’ নামে একটি নাটক সহিংসতা দেখানোয় সমালোচনার মুখে পড়েছে।

দেশটির সাধারণ মানুষ বলছেন, আগে রমজানে ধর্মীয় ও শিক্ষামূলক নাটক তৈরি হতো। কিন্তু গত কয়েক বছর ধরে এগুলো পুরোপুরি হারিয়ে গেছে।

Loading...

সৌদির ভূমিকা নিয়ে প্রশ্ন

কয়েকজন সমালোচক রমজানের সময় এসব নাটক তৈরিতে সৌদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ ‘ইশ ইশ’-এর মতো যে অশ্লীল নাটকটি প্রচারিত হবে সেটিতে যুক্ত আছে সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

হিশাম আব্দুল্লাহ নামের এক সমালোচক প্রশ্ন করেছেন, “পবিত্র দুই মসজিদের (মক্কা ও মদিনা) ভূমি সৌদি আরব কীভাবে এসবে অর্থায়ন করছে? যখন ফিলিস্তিনে গণহত্যা চলছে।”

মিডিয়া বিশ্লেষকরা বলেছেন, আরব সংস্কৃতি এখন অনেকটাই অশ্লীলতাপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে তুরস্কের নাট্যনির্মাতা বা দলগুলো এসব স্বাভাবিকরণ করছে।

Loading...

ইমান নাবিল নামের এক নারী সমালোচক বলেছেন, “মিসরের রমজানের শো গুলো এখন রগরগে কনটেন্ট, সহিংসতা, নিচু হাস্যরসে ভরে গেছে। যা আরব নাটকের সোনালী সময় থেকে বড় বিচ্যুতি।”

তিনি আরও বলেন, “টিভি এক সময় আমাদের উন্নতমানের গল্প, কাব্যিক সংলাপ এবং অসাধারণ পারফরমেন্স উপহার দিত। কিন্তু এখন এগুলো নিম্নমানের রোমাঞ্চ, ক্যালেঙ্কারি দিয়ে ভরে গেছে।”

আরও পড়ুন

ঢাকাপোস্ট

Loading...

Loading