আইফোন ১৭ কবে আসবে?

Loading...

আইফোন ১৭ কবে আসবে?

সম্প্রতি বাজারে আসছে আইফোন ১৬ই। এটি একটি বাজেট আইফোন। এবার আসছে আইফোন ১৭।

এক রিপোর্ট অনুযায়ী, অ্যাপেল এই বছরের সেপ্টেম্বর মাসে নতুন আইফোন ১৭ সিরিজের লঞ্চ ইভেন্ট আয়োজন করতে পারে। মনে করা হচ্ছে, তখনই নতুন আইফোন মডেলগুলো বড় আপগ্রেড সহ বাজারে আসবে।
এইবার অ্যাপেল চারটি মডেল বাজারে আনবে – আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বিক্রিতে ঘাটতির কারণে আইফোন ১৭ প্লাস মডেলটি বন্ধ করা হতে পারে। নতুন সিরিজে স্লিম ডিজাইন, উন্নত ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স এবং উচ্চ রেজোলিউশনের ফ্রন্ট ক্যামেরা সহ বেশ কিছু উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যাবে।

কবে লঞ্চ হতে পারে আইফোন ১৭?

একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যাপেল আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে আইফোন ১৭ লঞ্চ করতে পারে।

আইফোন ১৭ মডেলে থাকবে বড় ডিসপ্লে

আইফোন ১৭ দেখতে আইফোন ১৬-এর মতোই হবে, তবে এতে ৬.৩ ইঞ্চির বড় ডিসপ্লে থাকবে, যা আইফোন ১৬ প্রোর মতোই মনে হবে। আপকামিং সব পণ্যে অ্যাপল ১২০ হার্জ রিফ্রেশ রেটের প্রোমোশন প্রযুক্তি ও অলওয়েজ অন ডিসপ্লে দিচ্ছে, যা আগে কেবল প্রো মডেলগুলোতেই পাওয়া যেত। এছাড়া, উন্নত অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং ব্যবহৃত হবে, যা স্ক্র্যাচ রেজিস্ট্যান্স বাড়াবে এবং দৃশ্যমান অভিজ্ঞতা উন্নত করবে।

Loading...

আইফোন ১৭ সিরিজে উন্নত তাপ নিয়ন্ত্রণের জন্য ‘ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম’ অন্তর্ভুক্ত করছে, যা গেমিং ও মাল্টিটাস্কিং পারফরম্যান্স বাড়াবে। মনে করা হচ্ছে, আইফোন ১৭ আপগ্রেডেড ৩ এনএম প্রযুক্তির ভিত্তিতে নির্মিত নতুন এ১৯ চিপসেট দ্বারা চালিত হবে। এই চিপ আগের তুলনায় আরও শক্তিশালী ও এনার্জি-এফিশিয়েন্ট হবে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

ফোনটিতে ৮ জিবি ব়্যাম থাকবে, যা আগের আইফোন ১৫-এর ৬ জিবি ব়্যাম-এর তুলনায় বেশি। অ্যাপলের ডিজাইন করা নতুন ওয়াইফাই ৭ ও ব্লুটুথ চিপ দ্রুত ও উন্নত কানেক্টিভিটি প্রদান করবে। এছাড়াও, অ্যাপল ব্যাটারি রিপ্লেসমেন্ট সহজ করার জন্য ‘রিমুভেবল অ্যাডহেসিভ স্ট্রিপ’ সংযুক্ত করতে পারে।

Loading...

নতুন ফোনে অ্যাপল ইন্টেলিজেন্সি ফিচার

অ্যাপল আইফোন ১৭ সিরিজে এআই ভিত্তিক ফিচার নিয়ে আসতে পারে। যা অ্যাপল ইন্টেলিজেন্সি ব্র্যান্ডিংয়ের অধীনে বাজারজাত করা হবে। এতে থাকবে স্মার্ট সিরি রেসপন্স, উন্নত ফটো এডিটিং ফিচার এবং এআই চালিত টেক্সট সামারি। ধারণা করা হচ্ছে, এই ফিচারগুলো আইওএস ১৯-এর সাথে যুক্ত হবে এবং ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজ করবে।

আইফোন ১৭-এর সবচেয়ে বড় ক্যামেরা আপগ্রেড ফ্রন্ট ক্যামেরায় দেখা যাবে। লিক তথ্য অনুসারে, এইবার সেলফি ক্যামেরা ১২ মেগাপিক্সেল থেকে ২৪ মেগাপিক্সেলে উন্নীত হবে এবং এতে ছয়-এলিমেন্ট লেন্স ব্যবহৃত হবে। রিয়ার ক্যামেরার ক্ষেত্রে, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্সসহ ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা থাকতে পারে। তবে, এতে ৫ এক্স অপটিক্যাল জুম লেন্স থাকছে না, যা শুধুমাত্র প্রো মডেলগুলোতে থাকবে।

Loading...

নতুন আইফোন ১৭ সিরিজ অনেকগুলো নতুন ও আকর্ষণীয় আপগ্রেড নিয়ে আসছে। উন্নত ডিজাইন, বড় ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স, নতুন এ১৯ চিপ, উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং এআই ফিচার যুক্ত করে, অ্যাপল তার পরবর্তী প্রজন্মের আইফোনকে আরও আধুনিক করে তুলতে চলেছে। এখন দেখার বিষয়, অ্যাপল কতটা প্রতিযোগিতামূলক দামে এই স্মার্টফোনটি বাজারে আনে এবং এটি ব্যবহারকারীদের কেমন অভিজ্ঞতা প্রদান করে।

আরও পড়ুন

Dhaka Mail

Loading...

Loading