ভিসা থাকার পরও পাকিস্তানি রাষ্ট্রদূতকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
Loading...

ভিসা থাকার পরও পাকিস্তানি রাষ্ট্রদূতকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
সা থাকার পরও তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (১১ মার্চ) কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমটি আরও জানায়, তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কারণ কর্তৃপক্ষ তাকে লস অ্যাঞ্জেলেস থেকে বহিষ্কার করেছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। তার অভিবাসন সংক্রান্ত আপত্তি ছিল যার ফলে তাকে বহিষ্কার করা হয়েছিল।’
সূত্র জানায়, রাষ্ট্রদূত ওয়াগান, যার কাছে বৈধ মার্কিন ভিসা ও সব প্রয়োজনীয় ভ্রমণ নথি রয়েছে, তিনি ব্যক্তিগত সফরের জন্য লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিলেন। সেখানে পৌঁছানোর পর মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে থামিয়ে দেয়। এরপর কর্মকর্তারা তাকে ফিরে যেতে বাধ্য করেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ওই কর্মকর্তা ব্যক্তিগত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন।
এফও মুখপাত্র বলছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের বিষয়টি খতিয়ে দেখছে ও তদন্ত চলছে। মুখপাত্র এই বিষয়ে কোনো জল্পনা-কল্পনা এড়াতে পরামর্শ দিয়ে বলেন, বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বিষয়টি পাকিস্তানের আরেকটি সংবাদমাধ্যম ন্যাশনডটকম ও নিশ্চিত করেছে।
এর আগে সূত্র জানিয়েছিল, মার্কিন অভিবাসন ব্যবস্থা বিতর্কিত ভিসা রেফারেন্সের জন্য ওয়াগানকে চিহ্নিত করেছে। ফলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে এই প্রতিক্রিয়ার কারণ কী তা এখনও স্পষ্ট নয়।
ওয়াগান একজন অভিজ্ঞ কূটনীতিক ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন। বহু বছর ধরে তিনি কাঠমান্ডুতে পাকিস্তান দূতাবাসে দ্বিতীয় সচিব, লস অ্যাঞ্জেলেসে পাকিস্তান কনস্যুলেট জেনারেলের ডেপুটি কনসাল জেনারেল, ওমানের মাস্কাটে ডেপুটি হেড অব মিশন বা কাউন্সেলর ও রাষ্ট্রদূত, নাইজারের নিয়ামেতে পাকিস্তান দূতাবাসে মিনিস্টার বা চার্জ ডি’অ্যাফেয়ার্স বা মিশন প্রধান, বিদেশি পাকিস্তানি, কনস্যুলার অ্যাফেয়ার্স ও ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিটের মহাপরিচালকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
Loading...
আরও খবর
Loading...
