টিকেটে সেপ্টেম্বর-জানুয়ারিতে বিমানের আয় ৪ হাজার কোটি টাকা
Loading...

টিকেটে সেপ্টেম্বর-জানুয়ারিতে বিমানের আয় ৪ হাজার কোটি টাকা
অগাস্টের পটপরিবর্তনের পরের পাঁচ মাসে টিকেট বিক্রি করে চার হাজার ৫৬ কোটি টাকা আয় করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থাটির আয়-ব্যয়ের হিসাব বলছে, ২০২৩-২০২৪ অর্থবছরের সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পাঁচ মাসে বিমান ২ হাজার ৯৮২ কোটি টাকার টিকেট বিক্রি করে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
আর চলতি অর্থবছরের একই সময়ে টিকেট বিক্রি হয় চার হাজার ৫৬ কোটি টাকা। সে হিসাবে টিকেট বিক্রি বেড়েছে ৩৬ শতাংশ।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সাফিকুর রহমান বলেন, গত অর্থবছরের পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে বিমান এক হাজার ৭৪ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। শতাংশের হিসেবে বিক্রি বেড়েছে ৩৬ শতাংশ।
এর কারণ হিসেবে বিপণন প্রক্রিয়ায় কিছু উল্লেখযোগ্য সংস্কারের কথা উল্লেখ করে বিমানের এমডি বলেন, “প্রতিযোগিতামূলক ভাড়ার কাঠামো, সেলস রেস্ট্রিকশন সরিয়ে নেওয়া এবং জোড়ালো রাজস্ব ব্যবস্থাপনা চর্চার ফলে এ অর্জন সম্ভব হয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
“ওয়েব সেলস থেকে আন্তর্জাতিক সেলিং রেস্ট্রিকশন সরিয়ে নেওয়ার পর বিক্রি বেড়েছে ২৭ শতাংশ। জোড়ালো প্রচার আর ক্রেডিট কার্ডের লেনদেন বাড়ার ফলে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম বা জিডিএস খরচও কমেছে।”
তিনি বলেন, “ইতালির রাষ্ট্রীয় এয়ারলাইন্স আইটিএর সঙ্গে স্পেশাল পোরেট অ্যাগ্রিমেন্টের (এসপিএ) ফলে ইতালি ও ইউরোপের বিভিন্ন পয়েন্টে বিক্রি বেড়েছে। জাপান এয়ারলাইন্সের (জেএএল) সঙ্গে ইন্টারনাল ই-টিকেটিং (আইইটি) চুক্তি, টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে সমন্বিত এসপিএ চুক্তি ও হাইনান এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে।”
শুধু যাত্রী পরিবহনে নয়, কার্গোতেও আয় বেড়েছে। গত অর্থবছরের পাঁচ মাসে কার্গোতে বিমানের আয় হয় ১৯৭ কোটি ৮৮ লাখ টাকা। চলতি অর্থবছরের পাঁচ মাসে আয় ৩৪৭ কোটি ১৩ লাখ টাকা।
Loading...
বিমানের এমডি বলছেন, বিমানের উড়োজাহাজ সংকটের কারণে রুট বাড়ানো যাচ্ছে না। সে কারণে বিমান লম্বা সময়ের জন্য ভাড়ায় কিছু উড়োজাহাজ সংগ্রহের চেষ্টা করছে।
বর্তমানে বিমানের বহরে থাকা ২১টি উড়োজাহাজের মধ্যে ১০টি প্রশস্ত বডির (ওয়াইড বডি) এবং ১১টি সরু বডির (সিঙ্গেল আইল বা ন্যারো বডি) উড়োজাহাজ।
এই বহর নিয়ে বিমান সৌদি আরবের দাম্মাম, মদিনা, রিয়াদ, জেদ্দা, আরব আমিরাতের দুবাই, শারজাহ, আবুধাবি, ওমানের মাস্কাট, কুয়েত, কাতারের দোহা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার, কানাডার টরন্টো, জাপানের টোকিও, চীনের গুয়াংজুর পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর রুটে ফ্লাইট চালাচ্ছে বিমান।
Loading...
পাশের দেশ ভারতের দিল্লি ও কলকাতা এবং নেপালের কাঠমান্ডু রুটে নিয়মিত চলছে বিমানের ফ্লাইট। ঢাকা থেকে অভ্যন্তরীণ কয়েকটি রুটেও ফ্লাইট চালাচ্ছে বিমান।
আরও খবর
Loading...
