কাতারে আটক ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার নিয়ে ভারতীয় পত্রিকার খবর

কাতারে আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, ছেলেকে ফিরে পেতে কাতর আর্তি বাবা-মায়ের
কাতারে চাকরি করতে গিয়ে আইনের জালে বন্দী এক ভারতীয় ইঞ্জিনিয়ার। গুজরাটের বাসিন্দা এক ইঞ্জিনিয়ারকে একটি মামলার তদন্তে আটক করেছে কাতারের পুলিশ।
সংবাদমাধ্যম সূত্রের খবর, বিষয়টি জানে কাতারের ভারতীয় দূতাবাস। গোটা বিষয়টি নিয়ে কাতারের প্রশাসন, ওই ইঞ্জিনিয়ারের পরিবার এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
ওই ভারতীয় ইঞ্জিনিয়ারের নাম অমিত গুপ্তা। ঠিক কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে, ঠিক কী কী অভিযোগ রয়েছে, সেই বিষয়ে শনিবার রাত পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন সূত্রের খবর, ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনায় নজর রাখা হচ্ছে এবং সবরকম সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অমিত গুপ্তা বেশ কয়েক বছর আগে চাকরি নিয়ে কাতারে যান। তাঁর পরিবারের দাবি, চলতি বছরের জানুয়ারির একেবারে প্রথম দিকে বেশ কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে তুলে নিয়ে যায়।
খাবার খাওয়ার জন্য বেরিয়েছিেলন অমিত, তখনই এই ঘটনা ঘটে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা পরিবারকে কোনও তরফ থেকে জানানো হয়নি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
অমিতের বাবা-মা জানিয়েছেন, সপ্তাহে একবার করে তাঁদের কাছে ছেলের ফোন আসে। বাবা-মায়ের দাবি, বার বার ফোনে অমিত বলেন তাঁকে যেন দ্রুত বের করার ব্যবস্থা করা হয়।
বিষয়টি নিয়ে অমিতের পরিবার প্রধানমন্ত্রীর অফিসের দ্বারস্থ হয়। অমিত কবে মুক্তি পাবেন, ভারতীয় দূতাবাস কোনও সুরাহা দিতে পারবে কি? এখন তারই অপেক্ষায় অমিতে বাবা-মা।
আরও খবর
